জয়নগরে রক্তদান শিবিরের রক্তদানের গুরুত্ব তুলে ধরলেন অভিনেত্রী সায়ন্তিকা

- আপডেট : ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার
- / 47
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: অসুস্থ রোগীর জীবন বাঁচাতে প্রয়োজন দু ফোঁটা রক্তের।দাম দিয়ে যার তুলনা করা যায় না।তাই তো সারা বছর বহু রক্তদান শিবির হয়।রবিবার বেসরকারি ব্লাড ব্যাংকের সহায়তায় জয়নগর থানার উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিলপাড়া গ্রাম বাসীদের উদ্যোগে বিলপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক রক্তদান শিবির হয়ে গেল। যাতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের অভিনেত্রী তথা বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, জয়নগর ১ নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস,তৃনমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর জেলার সহ সভাপতি রাজু লস্কর,জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর,প্রধান আম্বিয়া লস্কর,সদস্য সাহারুল সাফুই, সালাম,ডা: মানস সাহা সহ আরো অনেকে।এদিন ৫ শতাধিক মানুষ রক্তদানে এগিয়ে আসেন এই শীতের মধ্যে ও।অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী এদিন রক্তদানের গুরুত্ব তুলে ধরলেন এই শিবিরে এসে।