পুবের কলম প্রতিবেদক: স্কলারশিপ নিয়ে সরব হল আলিয়া বিশ্ববিদ্যালয়ের
ছাত্রছাত্রীদের একাংশ। বহু ছাত্রছাত্রীর দাবি, প্রাপ্য স্কলারশিপ এর থেকে অনেকটাই কম
পাচ্ছেন পড়ুয়ারা।
পড়ুয়াদের আরও বক্তব্যদ, বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ ছাত্রছাত্রী
পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে আসা। সুতরাং তাদের ক্ষেত্রে পড়াশোনা চালানোর একমাত্র ভরসা
হল সরকার প্রদত্ত এই স্কলারশিপ। এই অবস্থায় স্কলারশিপের পরিমাণ কমিয়ে দিলে তাদের উচ্চশিক্ষার
ক্ষেত্রে অসুবিধায় পড়তে হতে পারে।
ঐক্যশ্রী এর আওতায় আবেদনকারীদের যেখানে টেকনিক্যাল কোর্স এর
জন্য ৬০ হাজার ও ৩৩ হাজার এর মত পাওয়া উচিত সেখানে অর্ধেকের কাছাকাছি বৃত্ত নিগম থেকে
পওয়া গেছে বলে পড়ুয়াদের অভিযোগ। এই বিষয় নিয়ে আলিয়া সহ একাধিক দফতরে চিঠি লেখা হয়েছে বলে পড়ুয়ারা জানিয়েছেন।