পুবের কলম, ওয়েব ডেস্কঃ মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদ ঘিরে টানটান উত্তেজনা অব্যাহত। রাজনীতির দড়ি টানাটানিতে কার ভাগ্যে শিকে ছিঁড়বে সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এরইমধ্যে রবিবার বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করলেন। জানালেন, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে হবে সেই সিদ্ধান্ত নেবে বিজেপি। এ বিষয়ে তিনি আরও পরিষ্কার করে বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গত ২৩ নভেম্বর প্রকাশিত ভোটের ফলাফলে দেখা যায় ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভার ২৩০টি আসনে জয়ী হয়েছে মহাযুতি জোট। তারমধ্যে বিজেপি একাই ১৩২টি আসন জিতে রাজ্যের একক বৃহত্তম দল হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করে। অন্য দুই শরিক শিবসেনা পায় ৫৭টি এবং এনসিপি (অজিত পাওয়ার)-এর প্রাপ্ত সিট ৪১। এই অবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিজয়ী জোটের তিন প্রধান দেবেন্দ্র ফড়নবীশ, একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার। এই বৈঠকের পরেই শিন্ডে বিশ্রামের জন্য শিন্ডে তার গ্রাম সাতারায় চলে যান। যা ঘিরে জল্পনা ছড়ায়। যদিও তাঁর সাতারা যাওয়া নিয়ে জল্পনা উড়িয়ে দিয়েছেন শিবসেনা প্রধান। তিনি দাবি করেছেন, নির্বাচনের পরে বিশ্রাম নিতেই নিজের গ্রামে এসেছেন। তাঁর কথায়, ‘আমি সব সময়েই আমার গ্রামে আসি। আমি গত সপ্তাহেই নিজের বক্তব্য স্পষ্ট করেছি। তার পরেও এত কথা হচ্ছে কেন?’
বিভিন্ন সূত্র থেকে প্রকাশিত খবর অনুযায়ী সামনে আসে-অমিত শাহের সঙ্গে ফড়নবিস, শিন্ডে, পাওয়ারের বৈঠকে নিয়ে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি। বিজেপি থেকেই মুখ্যমন্ত্রী হবে বলে খবর।
সংবাদ সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী নিয়ে বিজেপির সিদ্ধান্ত জানার পর শিবসেনা তাদের ভবিষ্যৎ কৌশল প্রকাশ করবে। মনে করা হচ্ছে, মহারষ্ট্রের নতুন সরকারে উপমুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্র, অর্থ, আরবান ডেভলপমেন্ট, ট্রান্সপোর্টের মতো ৯টি গুরুত্বপূর্ণ দফতর দাবি করতে পারে।
তবে রবিবার শিন্ডের এই মন্তব্য বিতর্কের অবসান নাকি সূত্রপাত তা আগামীদিনেই বোঝা যাবে। তবে এরইমধ্যে শনিবার মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে বিজেপি। আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টায় মুম্বাইয়ের আজাদ ময়দানে শপথ নেবেন মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বিজয়ী মহাযুতি জোটের কানামাছি খেলা নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির। শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরের কটাক্ষ, নির্বাচনের ফল ঘোষণার সাত দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে পারেনি মহাজুটি শিবির। এ ভাবে আসলে মহারাষ্ট্রের মানুষকেই ‘অপমান’ করা হচ্ছে।