কলকাতাMonday, 8 November 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

অনুমতি ছাড়াই বিজেপির মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

mtik
November 8, 2021 8:30 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ পেট্রোল– ডিজেলের উপরে ভ্যাট কমানোর দাবিতে সোমবার কলকাতায় মিছিলে নামে বিজেপি। যদিও করোনার কারণে বিজেপির মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এদিন পুলিশের অনুমতির তোয়াক্কা না করেই জমায়েত করে মিছিল শুরু করে তাঁরা। মিছিল কিছুদূর এগোতোতেই পুলিশ বাঁধা দিলে– পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতারা। এদিনের মিচিলের নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

জ্বালানির উপর থেকে শুল্ক কমিয়েছে কেন্দ্র। ফলে পেট্রোলে প্রতি লিটারে দাম কমেছে ৫ টাকা এবং ডিজেলে কমেছে ১০ টাকা। কিন্তু কোনও শুল্ক কমায়নি রাজ্য সরকার। তার প্রতিবাদে সোমবার রাজ্য বিজেপির সদর দফতর মুরলীধর সেন লেন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেযü বিজেপি। মিছিল শুরু হতেই আটকে দেয় পুলিশ। পুলিসের তরফে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় আর যেন তারা না এগোন। সেই সময় রীতেশ তিওয়ারী সহ বেশ কযেüকজন বিজেপি নেতা সেন্ট্রাল অ্যাভিনিউযেüর রাস্তায় বসে পড়ে। পুলিশের তরফ থেকে তাঁদেরকে উঠে যাওয়ার অনুরোধ জানালেও সে কথায় কর্ণপাত করেননি তাঁরা। উপরন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতা কর্মীরা। এরপরেই রীতেশ তিওয়ারী সহ প্রাযü তিরিশ জন বিডেপি নেতা– কর্মীকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলে নিযেü যায় পুলিশ।

শেষ পর্যন্ত মিছিল তুলে নিতে বাধ্য হন বিজেপি নেতা– কর্মীরা। পুলিশের তরফে জানানো হযü– বিজেপি নেতা– কর্মীদের গ্রেফতার করে ঘটনাস্থলেই জামিন দেওয়া হল।

এরপরই এ দিনের মতো কর্মসূচি প্রত্যাহার করে নেযü রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে আগামী ৭ দিনের মধ্যে জ্বালানির দাম না কমালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। এমনকি নবান্ন অভিযান করা হবে বলেও জানান তিনি।

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য জানিয়েছেন– যতদিন না তাঁদের দাবি পূরণ করা হবে ততদিন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।