৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার গুজব ছড়িয়েছে বিজেপি নেতারা, স্ট্যালিন ও জেডিইউ -র অভিযোগ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ মার্চ ২০২৩, শনিবার
  • / 9

পুবের কলম, ওয়েবডেস্ক:  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিয়ো নিয়ে উদ্বেগ ছড়ায় তামিলনাড়ুতে থাকা পরিযায়ী শ্রমিকদের মধ্যে। একটি পোর্টালেও দাবি করা হয়, দক্ষিণ ভারতের ওই রাজ্যে বিহারি শ্রমিকদের নিশানা করা হচ্ছে। আর এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বৃহস্পতিবার উত্তর ভারতের বিজেপি নেতাদের বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ করলেন।

তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার বিষয়ে ভুয়ো খবর ছড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী স্টালিন এ কথা বলেন। তিনি বলেন, “ উত্তর ভারতের বিজেপি নেতারা ভুয়ো ভিডিও ছড়ানো শুরু করেছিলেন। আমি বিজেপি-বিরোধী দলগুলির ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা বলার একদিন পরেই এটি ঘটেছে।”

অন্যদিকে পাটনায় জেডি(ইউ) তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের উপর কথিত হামলার বিষয়ে গুজব ছড়ানোর অভিযোগ এনে বিজেপিকেই আক্রমণ করেছে। জেডিইউ বলেছে যে, “বিজেপি দুই রাজ্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এবং বিরোধী দলগুলিকে হুমকি দেওয়ার জন্য এই কাজ করছে৷ বিজেপি শ্রমিকদের নিয়ে গুজব ছড়িয়ে তামিলনাড়ু ও বিহারের মধ্যে উত্তেজনা ও ফাটল সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু কি ঘটেছিল? হামলার কোনো ঘটনাই হয়নি। এ ঘটনার জেরে তামিলনাড়ুতে তদন্তের জন্য একটি প্রতিনিধি দল পাঠায় বিহার সরকার। কিন্তু একটি ঘটনার খবরও পাওয়া যায়নি।” এমনকি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেন খোদ মুখ্যমন্ত্রী স্ট্যালিন।

তামিলনাড়ু সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই কারখানার পরিযায়ী শ্রমিকেরা স্ট্যালিনকে জানিয়েছেন তাঁরা দীর্ঘদিন ওই রাজ্যে রয়েছেন। অনেকের পরিবারও সেখানে আছে। স্থানীয় বাসিন্দারা তাঁদের সঙ্গে ভাইয়ের মতোই আচরণ করেন। তাঁদের মনে ভয় নেই। বরং তামিলনাড়ুতেও নিজের রাজ্যের মতোই নিরাপদে রয়েছেন বলে মনে করেন তাঁরা। মুখ্যমন্ত্রী তাঁদের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন।

স্ট্যালিন বলেছেন, “এই ভুয়ো প্রতিবেদনগুলি লক্ষ্য করার পর আমি তদন্ত করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জানিয়েছিলাম যে, তামিলনাড়ুর কোথাও শ্রমিকদের লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেনি। তামিলনাড়ু রাজ্যের ডিজিপিও একটি বিশদ বিবৃতি জারি করেছেন। বিহারের আধিকারিকদের একটি প্রতিনিধিদল যারা তামিলনাড়ু সফর করেছিল তারাও এখানকার শান্তিপূর্ণ পরিবেশে সন্তুষ্ট হয়ে ফিরেছে।” এছাড়াও স্ট্যালিন বলেন, “তামিলনাড়ু এবং তামিল ঐক্য ভ্রাতৃত্বকে গুরুত্ব দেয়। আমাদের মূলমন্ত্র হল ‘সকল শহর আমাদের এবং সবাই আমাদের আত্মীয়’। এখানে বসবাসরত পরিযায়ী ভাইয়েরা এ বিষয়ে ভালো করেই জানেন।”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার গুজব ছড়িয়েছে বিজেপি নেতারা, স্ট্যালিন ও জেডিইউ -র অভিযোগ

আপডেট : ১১ মার্চ ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিয়ো নিয়ে উদ্বেগ ছড়ায় তামিলনাড়ুতে থাকা পরিযায়ী শ্রমিকদের মধ্যে। একটি পোর্টালেও দাবি করা হয়, দক্ষিণ ভারতের ওই রাজ্যে বিহারি শ্রমিকদের নিশানা করা হচ্ছে। আর এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বৃহস্পতিবার উত্তর ভারতের বিজেপি নেতাদের বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ করলেন।

তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার বিষয়ে ভুয়ো খবর ছড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী স্টালিন এ কথা বলেন। তিনি বলেন, “ উত্তর ভারতের বিজেপি নেতারা ভুয়ো ভিডিও ছড়ানো শুরু করেছিলেন। আমি বিজেপি-বিরোধী দলগুলির ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা বলার একদিন পরেই এটি ঘটেছে।”

অন্যদিকে পাটনায় জেডি(ইউ) তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের উপর কথিত হামলার বিষয়ে গুজব ছড়ানোর অভিযোগ এনে বিজেপিকেই আক্রমণ করেছে। জেডিইউ বলেছে যে, “বিজেপি দুই রাজ্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এবং বিরোধী দলগুলিকে হুমকি দেওয়ার জন্য এই কাজ করছে৷ বিজেপি শ্রমিকদের নিয়ে গুজব ছড়িয়ে তামিলনাড়ু ও বিহারের মধ্যে উত্তেজনা ও ফাটল সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু কি ঘটেছিল? হামলার কোনো ঘটনাই হয়নি। এ ঘটনার জেরে তামিলনাড়ুতে তদন্তের জন্য একটি প্রতিনিধি দল পাঠায় বিহার সরকার। কিন্তু একটি ঘটনার খবরও পাওয়া যায়নি।” এমনকি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেন খোদ মুখ্যমন্ত্রী স্ট্যালিন।

তামিলনাড়ু সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই কারখানার পরিযায়ী শ্রমিকেরা স্ট্যালিনকে জানিয়েছেন তাঁরা দীর্ঘদিন ওই রাজ্যে রয়েছেন। অনেকের পরিবারও সেখানে আছে। স্থানীয় বাসিন্দারা তাঁদের সঙ্গে ভাইয়ের মতোই আচরণ করেন। তাঁদের মনে ভয় নেই। বরং তামিলনাড়ুতেও নিজের রাজ্যের মতোই নিরাপদে রয়েছেন বলে মনে করেন তাঁরা। মুখ্যমন্ত্রী তাঁদের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন।

স্ট্যালিন বলেছেন, “এই ভুয়ো প্রতিবেদনগুলি লক্ষ্য করার পর আমি তদন্ত করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জানিয়েছিলাম যে, তামিলনাড়ুর কোথাও শ্রমিকদের লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেনি। তামিলনাড়ু রাজ্যের ডিজিপিও একটি বিশদ বিবৃতি জারি করেছেন। বিহারের আধিকারিকদের একটি প্রতিনিধিদল যারা তামিলনাড়ু সফর করেছিল তারাও এখানকার শান্তিপূর্ণ পরিবেশে সন্তুষ্ট হয়ে ফিরেছে।” এছাড়াও স্ট্যালিন বলেন, “তামিলনাড়ু এবং তামিল ঐক্য ভ্রাতৃত্বকে গুরুত্ব দেয়। আমাদের মূলমন্ত্র হল ‘সকল শহর আমাদের এবং সবাই আমাদের আত্মীয়’। এখানে বসবাসরত পরিযায়ী ভাইয়েরা এ বিষয়ে ভালো করেই জানেন।”