পুবের কলম ওয়েবডেস্কঃ পুরভোটে রাজ্যে ১০৮ টি পুরসভার ভোটে বিক্ষিপ্ত অশান্তির প্রতিবাদ জানিয়ে সোমবার ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি।
সেই ঘোষণার পরেই এবার তৎপর নবান্ন। রবিবার রাত সাড়ে আটটায় জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জেলাশাসক, পুলিশসুপার, কমিশনারদের নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে। বনধের জন্য কী প্রস্তুতি হবে তা নিয়েই এই বৈঠক বলে নবান্ন সূত্রের খবর।
তবে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য সাফ জানিয়েছেন জোর করে বনধ করার চেষ্টা করলে তা কোনমতেই বরদাস্ত করা হবেনা। আগামীকাল সমস্ত স্কুল, কলেজ, সরকারি এবং বেসরকারি অফিস খোলা থাকবে। জোর করে বনধ করানো হলে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।