মোল্লা জসিমউদ্দিন: শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদের বইমেলাতে স্টল করার আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । এদিন বিচারপতি অমৃতা সিনহার এই রায়দান দিয়েছেন। নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতার আন্তর্জাতিক বইমেলায় স্টল দিতে পারবে না বিশ্ব হিন্দু পরিষদ। কিন্তু কী কারণে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত? তা নিয়ে কোন মন্তব্য করেননি বিচারপতি অমৃতা সিনহা ।
প্রতিবছর কলকাতা বইমেলায় থাকে বিশ্ব হিন্দু পরিষদের স্টল। কিন্তু এবার তারা ৬০০ বর্গ ফুট স্টলের আবেদন জানায়। সেই দাবি মেনে নেয়নি পাবলিশার্স অ্যান্ড গিল্ড। যুক্তি হিসাবে গিল্ডের তরফে জানান হয়, -’বিশ্ব হিন্দু পরিষদের বই যথেষ্ট বিতর্কিত এবং স্পর্শকাতর। সেইজন্য তারা চায় না বইমেলায় যাতে না কোন বিতর্ক হয় ।’
সেইজন্য বিশ্ব হিন্দু পরিষদ দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু সেখানেও তাদেরকে খেতে হল আইনী ধাক্কা । বিচারপতি সরাসরি জানিয়ে দেন , খারিজ করা হচ্ছে মামলাকারীর আবেদন। অর্থাৎ ২০২৫ সালের বইমেলাতে কোন স্টল পাবে না বিশ্ব হিন্দু পরিষদ ।
প্রসঙ্গত, আগামী ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বইমেলার উদ্বোধন করবেন। ইতিমধ্যেই মেলা নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি । এবারের মেলায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, স্পেন, পেরু ও ইরান-সহ একাধিক দেশ অংশ নিলেও থাকছে না বাংলাদেশ ।
তবে ‘বিশ্ব হিন্দু পরিষদ’ সংগঠনের প্রকাশ করা বইগুলি স্পর্শকাতর। এই যুক্তি দেখিয়েই তাদের স্টল তৈরিতে বাধা দিচ্ছিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। এবার তাদের যুক্তিতেই মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিলেন কলকাতার আন্তর্জাতিক বইমেলায় স্টল দিতে পারবে না ‘বিশ্ব হিন্দু পরিষদ’।