৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিলাওয়ালের মাথার দাম ২ কোটি, ইনাম ঘোষণা বিজেপি নেতার

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 12

পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলায় বিলাওয়ালের বিরুদ্ধে সোচ্চার বিজেপির কর্মী-সমর্থকরা। দেশের বিভিন্ন স্থানে এ নিয়ে তারা প্রতিবাদে সরব হয়েছে। শনিবার উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা বিলাওয়ালের মাথার দাম হেঁকেছেন ২ কোটি টাকা। পাকিস্তানের বিদেশমন্ত্রীর শিরশ্ছেদ করতে পারলে ২ কোটি টাকার বড় ইনামের ঘোষণা দিয়েছেন এই স্থানীয় বিজেপি নেতা মনুপাল বনসল।

 

তার এই ঘোষণার পরই সবাই সোল্লাসে তার নামে স্লোগান দিতে শুরু করে। তবে উপস্থিত কেউই পুরস্কার নেওয়ার ব্যাপারে কোনও উৎসাহ দেখাননি। বনসলের কথায়, কেউ যদি আমাদের প্রধানমন্ত্রীকে এভাবে অপমান করে তবে তা আমরা সহ্য করব না। মোদিকে আমরা প্রচণ্ড শ্রদ্ধা করি।

 

প্রসঙ্গত উল্লেখ্য, অতি সম্প্রতি বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতকে নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল’ বলে আক্রমণ করেছিলেন। তার প্রতিক্রিয়ায়  পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ‘বুচার অফ গুজরাত’ বা গুজরাতের কসাই বলে অভিহিত করেছিলেন।

 

তার এই কুমন্তব্যের পরেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। পুরনো একটি ঘটনা তুলে এভাবে দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণের বিষয়টি ভালো চোখে দেখছে না কেউই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিলাওয়ালের মাথার দাম ২ কোটি, ইনাম ঘোষণা বিজেপি নেতার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলায় বিলাওয়ালের বিরুদ্ধে সোচ্চার বিজেপির কর্মী-সমর্থকরা। দেশের বিভিন্ন স্থানে এ নিয়ে তারা প্রতিবাদে সরব হয়েছে। শনিবার উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা বিলাওয়ালের মাথার দাম হেঁকেছেন ২ কোটি টাকা। পাকিস্তানের বিদেশমন্ত্রীর শিরশ্ছেদ করতে পারলে ২ কোটি টাকার বড় ইনামের ঘোষণা দিয়েছেন এই স্থানীয় বিজেপি নেতা মনুপাল বনসল।

 

তার এই ঘোষণার পরই সবাই সোল্লাসে তার নামে স্লোগান দিতে শুরু করে। তবে উপস্থিত কেউই পুরস্কার নেওয়ার ব্যাপারে কোনও উৎসাহ দেখাননি। বনসলের কথায়, কেউ যদি আমাদের প্রধানমন্ত্রীকে এভাবে অপমান করে তবে তা আমরা সহ্য করব না। মোদিকে আমরা প্রচণ্ড শ্রদ্ধা করি।

 

প্রসঙ্গত উল্লেখ্য, অতি সম্প্রতি বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতকে নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল’ বলে আক্রমণ করেছিলেন। তার প্রতিক্রিয়ায়  পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ‘বুচার অফ গুজরাত’ বা গুজরাতের কসাই বলে অভিহিত করেছিলেন।

 

তার এই কুমন্তব্যের পরেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। পুরনো একটি ঘটনা তুলে এভাবে দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণের বিষয়টি ভালো চোখে দেখছে না কেউই।