ভুবনেশ্বর, ৭ ফেব্রুয়ারিঃ এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খসড়া নীতির জোরালো বিরোধিতা করল বিজু জনতা দল (বিজেডি)। বিজেডি তরফে দাবি করা হয়েছে, ইউজিসির এই খসড়া নীতি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। এজন্যে গোটা বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।
সূত্রের খবর, এই দাবি জানিয়ে বিজেডি ইউজিসি চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে। প্রসঙ্গত, ইউজিসির খসড়া নীতি অনুসারে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য-সহ বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্যগুলির রাজ্যপালের হাতে ন্যস্ত করা হয়েছে। ইতিমধ্যে দেশের ৬টি রাজ্যের সরকার ইউজিসির খসড়া নীতির বিরোধিতা করেছে।
এই রাজ্যগুলির মধ্যে রয়েছে হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ড, কেরল, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং কর্নাটক।
সূত্রের খবর, প্রবীণ বিজেডি নেতা দেবীপ্রসাদ মিশ্র ইউজিসি চেয়ারম্যানকে পাঠানো ওই চিঠিতে লিখেছেন ইউজিসির খসড়া নীতির ফলে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বশাসনের অধিকার ক্ষতিগ্রস্ত। এদিকে রাজ্য সরকার রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির রক্ষণাবেক্ষণ করে।
এর ব্যয়ভারে রাজ্য বাজেটে আর্থিক বরাদ্দও থাকে। এদিকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে ইউজিসির খসড়া নীতিতে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির কোনও ভূমিকা থাকছে না। এটা কোনওভাবে ন্যায়সঙ্গত নয়।