৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

১৪ কোটি টাকা আয়করের নোটিস পেলেন বিহারের দিনমজুর

ইমামা খাতুন
  • আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 14

ছবি- সংগৃহীত

পুবের কলম ওয়েব ডেস্কঃ ১৪ কোটি টাকা মেটানোর আয়কর নোটিশ পেলেন বিহারের দিনমজুর পরিবার। বাড়িতে গিয়ে তাঁকে একটি নোটিসও দিয়ে এসেছেন আয়কর দফতরের আধিকারিকরা। ১৪ কোটি টাকার নোটিস পেয়ে রীতিমতো ঘাবড়ে গিয়েছে পরিবারটি। ঘটনাটি ঘটেছে বিহারের রোহতাস জেলায়। দিনমজুরের নাম মনোজ যাদব। কারগাহার গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

আয়করের আধিকারিকদের কাছে মনোজ জানিয়েছেন, তাঁর পক্ষে এই টাকা দেওয়া সম্ভব নয়। তাঁর সমস্ত সম্পত্তি বিক্রি করলেও এত টাকা পাওয়া যাবে না। মনোজের বাড়ির হাল দেখে আয়কর দফতরের আধিকারিকরা হতবাক হয়ে যান।

 

এক জন দিনমজুর, কোটি টাকা যাঁর কাছে  স্বপ্নের মতো, তাঁকে কেন কয়েক কোটি টাকা আয়কর মেটাতে হবে?

এ প্রসঙ্গে আয়করের আধিকারিকরা জানিয়েছেন দিনমজুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে, আর সেই প্রেক্ষিতেই দিনমজুরের আয়করের হিসাব দাঁড়িয়েছে ১৪ কোটি টাকায়।

এই প্রসঙ্গে দিনমজুর মনোজ যাদব জানিয়েছে, আমি জানি না কি করে আমার অ্যাকাউন্টে এত টাকার লেনদেন হল।

এদিন তিনি আরও বলেন, আমি সামান্য একজন দিনমজুর। আমি রাজ্য রাজ্যে ঘুরে কাজ করতাম, কিন্তু ২০২০ সালে লকডাউনের সময় আমি বাড়ি ফিরে আসি। পরে এখানে একটি বেসরকারি সংস্থায় কাজ শুরু করি। কাজ শুরুর আগে   তারা আমার কাছে আধার আর প্যান কার্ড চাই।

এদিন মনোজ  অভিযোগ করে বলেন, তাঁর আধার  এবং প্যানের অপব্যবহার করে তাঁর নামেই ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। আর সেখানেই কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছে। এই বিষয়ে তাঁর কোনও ধারণা নেই। সে নির্দোষ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৪ কোটি টাকা আয়করের নোটিস পেলেন বিহারের দিনমজুর

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ১৪ কোটি টাকা মেটানোর আয়কর নোটিশ পেলেন বিহারের দিনমজুর পরিবার। বাড়িতে গিয়ে তাঁকে একটি নোটিসও দিয়ে এসেছেন আয়কর দফতরের আধিকারিকরা। ১৪ কোটি টাকার নোটিস পেয়ে রীতিমতো ঘাবড়ে গিয়েছে পরিবারটি। ঘটনাটি ঘটেছে বিহারের রোহতাস জেলায়। দিনমজুরের নাম মনোজ যাদব। কারগাহার গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

আয়করের আধিকারিকদের কাছে মনোজ জানিয়েছেন, তাঁর পক্ষে এই টাকা দেওয়া সম্ভব নয়। তাঁর সমস্ত সম্পত্তি বিক্রি করলেও এত টাকা পাওয়া যাবে না। মনোজের বাড়ির হাল দেখে আয়কর দফতরের আধিকারিকরা হতবাক হয়ে যান।

 

এক জন দিনমজুর, কোটি টাকা যাঁর কাছে  স্বপ্নের মতো, তাঁকে কেন কয়েক কোটি টাকা আয়কর মেটাতে হবে?

এ প্রসঙ্গে আয়করের আধিকারিকরা জানিয়েছেন দিনমজুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে, আর সেই প্রেক্ষিতেই দিনমজুরের আয়করের হিসাব দাঁড়িয়েছে ১৪ কোটি টাকায়।

এই প্রসঙ্গে দিনমজুর মনোজ যাদব জানিয়েছে, আমি জানি না কি করে আমার অ্যাকাউন্টে এত টাকার লেনদেন হল।

এদিন তিনি আরও বলেন, আমি সামান্য একজন দিনমজুর। আমি রাজ্য রাজ্যে ঘুরে কাজ করতাম, কিন্তু ২০২০ সালে লকডাউনের সময় আমি বাড়ি ফিরে আসি। পরে এখানে একটি বেসরকারি সংস্থায় কাজ শুরু করি। কাজ শুরুর আগে   তারা আমার কাছে আধার আর প্যান কার্ড চাই।

এদিন মনোজ  অভিযোগ করে বলেন, তাঁর আধার  এবং প্যানের অপব্যবহার করে তাঁর নামেই ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। আর সেখানেই কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছে। এই বিষয়ে তাঁর কোনও ধারণা নেই। সে নির্দোষ।