৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
১৪ কোটি টাকা আয়করের নোটিস পেলেন বিহারের দিনমজুর

ইমামা খাতুন
- আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
- / 14
পুবের কলম ওয়েব ডেস্কঃ ১৪ কোটি টাকা মেটানোর আয়কর নোটিশ পেলেন বিহারের দিনমজুর পরিবার। বাড়িতে গিয়ে তাঁকে একটি নোটিসও দিয়ে এসেছেন আয়কর দফতরের আধিকারিকরা। ১৪ কোটি টাকার নোটিস পেয়ে রীতিমতো ঘাবড়ে গিয়েছে পরিবারটি। ঘটনাটি ঘটেছে বিহারের রোহতাস জেলায়। দিনমজুরের নাম মনোজ যাদব। কারগাহার গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
আয়করের আধিকারিকদের কাছে মনোজ জানিয়েছেন, তাঁর পক্ষে এই টাকা দেওয়া সম্ভব নয়। তাঁর সমস্ত সম্পত্তি বিক্রি করলেও এত টাকা পাওয়া যাবে না। মনোজের বাড়ির হাল দেখে আয়কর দফতরের আধিকারিকরা হতবাক হয়ে যান।