পুবের কলম প্রতিবেদকঃ কলকাতা সহ দেশের একাধিক রাজ্যেই জাল ওষুধ ছড়িয়ে দেওয়ার রমরমা কারবার নিয়ে অভিযোগ জমা পড়ছিল।আর এমন অভিযোগ পেয়েই গত মাস দুয়েক ধরেই কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডান্ড কন্ট্রোল অগানাইজেশন। এমনকী ওই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের একটি দল গত ১৭ নভেম্বর কলকাতায় এসে তল্লাশিও চালান।এবার বছরের শেষ দিনে কলকাতায় জাল ওষুধ চক্রের সন্ধানে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতেই সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডান্ড কন্ট্রোল অগানাইজেশনের পূর্বাঞ্চলীয় শাখার উদ্যোগে মঙ্গলবার কলকাতা পুলিশ কলকাতার ভবানীপুর এলাকায় তল্লাশি চালায়।ওই তল্লাশির সময় ক্যানসার, ডায়বেটিস মোকাবিলার মত একাধিক জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত ভুয়ো ওষুধগুলি বাংলাদেশ, আমেরিকা, তুরস্ক, আয়ারল্যান্ডের তৈরি।কিন্তু এসব ওষুধ ভারতে আমদানির জন্য যেসব নথি প্রয়োজন, তা পাওয়া যায়নি। কেন্দ্রীয় ওষুধ সংস্থার দাবি, বাজেয়াপ্ত ওষুধের বাজার মূল্য ৬.৬ কোটি টাকা। জাল ওষুধের কারবারে জড়িত থাকার অভিযোগে রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে।
এদিন রিজেন্ট পার্কের ওই মহিলাকে গ্রেফতার করার পর আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃত ওই মহিলাকে জেরা করে অসাধু চক্রে আর কারা জড়িত রয়েছে, তার খোঁজ চলছে। পাশাপাশি যে ওষুধগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলিকে গুণগত মান পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
এদিনের অভিযান প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জনস্বাস্থ্যের দিকে নজর রেখে জাল ওষুধ চক্রকে দমন করতে এই অভিযান চলবেই। এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। বাজারে ওষুধের গুণগত মান পরীক্ষাতেও নজর দেওয়া হচ্ছে’।