কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

Big breaking: জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে হঠাৎ হাজির মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীকে দেখেই 'We Want Justice' স্লোগান

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

 পুবের কলম, ওয়েবডেস্ক:   জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে হঠাৎ হাজির মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীকে দেখেই ‘We Want Justice’ স্লোগান। বৃহস্পতিবার সল্টলেকের ধরনা মঞ্চে চলে আসেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সামনেই মানববন্ধন করেন আন্দোলনকারীরা। 

মুখ্যমন্ত্রী বলেন, আমি নিজের ছাত্র আন্দোলন থেকে উঠে  এসেছি। আমি আন্দোলনের ব্যথা বুঝি। আমি যখন এসেছি, আমি তখন কাজ করব। আমাকে সিকিউরিটি আসতে বারণ করেছিল, তাও আমি এসেছি। 

এদিন মাইক বিভ্রাট দেখা যায়। মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের জিজ্ঞাসা করেন, আপনাদের মাইক কাজ করছে কিনা।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা আমার কথাগুলি ধৈর্য্য ধরে শুনুন। তার পর আপনারা আন্দোলন করুন।আমি আপনাদের প্রতি কোনও অবিচার করব না। 

মুখ্যমন্ত্রী বলেন, আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। আমি আপনাদের এই আন্দোলনকে কুর্নিশ জানাই। আপনারা কাজে ফিরুন। আপনাদের আমাদের দরকার। আপনাদের দাবি নিয়ে আমি আলোচনা করব। তবে আমি একা সরকার চালাই না। আমার সঙ্গে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, পুলিশ সবাই আছে। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর বলেন, আমি তিলোত্তমা বিচার চাই। আমি সিবিআইয়ের কাছে অভিযুক্তের ফাঁসির আবেদন জানাব। আমি চাই তিনমাসের মধ্যেই শাস্তি হোক।

আপনারা আমার ভাই বোন। আমি কোনও ডাক্তারের বিরুদ্ধে কোনও অ্যাকশন নেব না।  এটা উত্তরপ্রদেশ নয়। আমি উত্তরপ্রদেশ পুলিশ নই। 

আমার উপর যদি আপনাদের বিশ্বাস থাকে, তাহলে আমাকে একটু সময় দিন। দোষীরা শাস্তি পাবেই।  আজ আমি আপনাদের সহযোদ্ধা হিসেবে আজ ধরনা মঞ্চে এসেছি। আমি মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের কাছে আসিনি, আমি দিদি হিসেবে আপনার কাছে  এসেছি। আমি আপনাদের সহযোদ্ধা, আমি আপনাদের সমব্যথী।  ১৭ তারিখ সুপ্রিম কোর্টে শুনানি আছে, আমি চাই না আপনাদের কোনও ক্ষতি হোক। আমি চাই তিলোত্তমার দোষীরা শাস্তি পাক, আমি দোষীদের বন্ধু বা শত্রু কেউ নই। 

মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে কাজে ফেরার আহ্বান জানান। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  আপনারা মহৎ কাজ করেন। আপনাদের আমাদের প্রয়োজন। সিনিয়রদেরও আপনাদের প্রয়োজন। আপনাদের ছাড়া সিনিয়র ডাক্তাররা ক্যাথিডারও লাগাতে পারেন না। এদিন মুখ্যমন্ত্রী কিডনি বিভাগে একজনের মৃত্যুর কথা উল্লেখ করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা ৩০ থেকে ৩৪ দিন রাস্তায় বসে আছেন, আমি জেগে আছি। কাল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা আন্দোলন করছেন, আমিও সারারাত জেগে আছি। আপনারাও কারুর বাড়ির মেয়ে, আপনাদেরও পরিবার আছে। যা সিদ্ধান্ত নেবেন সব ভালো করে আলোচনা করে সিদ্ধান্ত নিন।

মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতির কোনও টেন্ডার আমার কাছে আসেনি।  আপনাদের কাছে আসা মানে ছোট হওয়া নয়। এটাই আমার শেষ চেষ্টা। আপনারা আমার  ওপর সব কিছু ছেড়ে দিলে আপনারা জাস্টিস পাবেন,  আমি এতটাই বলতে পারি। আপনাদের দাবিগুলি নিয়ে আমি চিন্তাভাবনা করব।একদিনে তো সব হয় না, আমি একটু একটু করে চেষ্টা করব। 

মুখ্যমন্ত্রী ডাক্তারদের উদ্দেশে বলেন, যে যা খাবার দিচ্ছেন তা খাবেন না।