পুবের কলম ওয়েবডেস্কঃ প্রায় ৮০ ছুঁইছুঁই বয়সেও দুর্দান্ত টেকস্যাভি বিগ বি অমিতাভ বচ্চন। প্রায় প্রতিদিনই তিনি নিজের ব্লগে ভক্তদের উদ্দেশ্যে কিছু না কিছু লিখে থাকেন।
তবে মঙ্গলবার রাতে শাহানশা যে বার্তা দিয়েছেন তাতে অনুরাগীদের মনে আশংকার কালো মেঘ।
মঙ্গলবার অমিতাভ নিজের ব্লগে লেখেন, ‘পারিবারিক করোনা পরিস্থিতির সঙ্গে লড়াই করছি… পরে কথা হবে” পারিবারিক করোনা পরিস্থিতি বলতে কি বুঝিয়েছেন বলিউডের এই কিংবদন্তী অভিনেতা তা বোঝা না গেলেও সকলেই তাঁকে ” গেট ওয়েল সুন,” বার্তা দিয়েছেন।
উল্লেখ্য ২০২০-র জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। সেই সময় ঐশ্বর্য, অভিষেক থেকে শুরু করে বচ্চন পরিবারের অনেকের রিপোর্ট পজিটিভ আসে। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল তাঁকে। করোনা মুক্তির পর নিজের ব্লগে সেই অনুভূতিও শেয়ার করেন তিনি।
তবে কি এই প্রবীণ অভিনেতা দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন? জল্পনা চরমে। বুড়ো হাড়েও ভেল্কি দেখিয়ে চলেছেন তিনি, অমিতাভকে শেষ দেখা গিয়েছে ‘চেহেরে’ সিনেমায়। ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা আছে আয়ান মুখোপাধ্যায়ের পরিচালনায় ও আলিয়া-রণবীরের সাথে ‘ব্রহ্মাস্ত্র। এছাড়াও তালিকায় আছে অজয় দেবগনের ‘রানওয়ে ৩৪’, নাগরাজ মঞ্জুলের ‘ঝুণ্ড’এবং হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’র হিন্দি রিমেক।