০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকায় খুন ৪ মুসলিম পুরুষ নিন্দা বাইডেনের

ইমামা খাতুন
  • আপডেট : ৮ অগাস্ট ২০২২, সোমবার
  • / 11

পুবের কলম ওয়েব ডেস্কঃ  আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে চার মুসলিমকে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই চার মুসলিমকে হত্যার একই যোগসূত্র রয়েছে এবং তাঁরা বিদ্বেষমূলক অপরাধের শিকার হতে পারেন বলে মনে করছে পুলিশ। বাইডেন এক ট্যুইটে বলেন, ‘আমি আলবুকার্কের চার মুসলিম পুরুষের রোমহর্ষক হত্যাকাণ্ডে ক্ষুব্ধ ও ব্যথিত।’

 

বাইডেন আরও বলেন, ‘আমরা পূর্ণ তদন্তের অপেক্ষায় রয়েছি। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আমার প্রশাসন মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। এসব ঘৃণ্য হামলার স্থান আমেরিকায় নেই।’

 

নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর আলবুকার্ক। গত শনিবার শহরের পুলিশ জানিয়েছিল, তিন মুসলিম পুরুষকে হত্যার ঘটনা তারা তদন্ত করছে। এখন চতুর্থ হত্যাকাণ্ডের ঘটনাতেও একই যোগসূত্র সন্দেহ করা হচ্ছে।

 

পুলিশ বলছে, নিহত ৪ মুসলিম সম্ভবত হেট ক্রাইমের শিকার হয়েছেন।নিউ মেক্সিকো শহরে গত ৯ মাসে ৪ মুসলিম খুনের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে সর্বশেষ ব্যক্তি খুন হয়েছেন গত শুক্রবার সন্ধ্যায়।

 

এসব ঘটনায় শহরের মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম এসব খুনের ঘটনাকে ‘টার্গেট কিলিং’ বলে বর্ণনা করেছেন।

 

তিনি বলেন, আলবুকার্ক ও বৃহত্তর নিউ মেক্সিকোর মুসলিম সম্প্রদায়কে সমর্থন করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব। তিনি বলেন, ‘এভাবে মুসলমানদের টার্গেট কিলিংয়ের ঘটনা একেবারে হতাশাজনক ও অসহনীয়। এসব ঘটনা তদন্তে তিনি আলবুকার্কে অতিরিক্ত পুলিশ কর্মকর্তা নিয়োগ দিয়েছেন।’

 

নিউ মেক্সিকোর আলবুকার্কের পুলিশ প্রধান হ্যারল্ড মেডিনা বলেন, ‘সর্বশেষ খুনের সঙ্গে সম্ভবত আগের তিনটি খুনের সম্পর্ক আছে।’ এর আগে নিউ মেক্সিকোর পুলিশ বলেছিল, গত ৯ মাসে খুন হওয়া অন্য ৩ মুসলিম ব্যক্তি সম্ভবত তাদের ধর্ম ও বর্ণের জন্য কারো টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন।

 

আমেরিকার বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার গোষ্ঠী, দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স ঘোষণা করেছে, যে ব্যক্তি খুনিদের বিষয়ে তথ্য দিতে পারবে তাকে ১০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমেরিকায় খুন ৪ মুসলিম পুরুষ নিন্দা বাইডেনের

আপডেট : ৮ অগাস্ট ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে চার মুসলিমকে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই চার মুসলিমকে হত্যার একই যোগসূত্র রয়েছে এবং তাঁরা বিদ্বেষমূলক অপরাধের শিকার হতে পারেন বলে মনে করছে পুলিশ। বাইডেন এক ট্যুইটে বলেন, ‘আমি আলবুকার্কের চার মুসলিম পুরুষের রোমহর্ষক হত্যাকাণ্ডে ক্ষুব্ধ ও ব্যথিত।’

 

বাইডেন আরও বলেন, ‘আমরা পূর্ণ তদন্তের অপেক্ষায় রয়েছি। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আমার প্রশাসন মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। এসব ঘৃণ্য হামলার স্থান আমেরিকায় নেই।’

 

নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর আলবুকার্ক। গত শনিবার শহরের পুলিশ জানিয়েছিল, তিন মুসলিম পুরুষকে হত্যার ঘটনা তারা তদন্ত করছে। এখন চতুর্থ হত্যাকাণ্ডের ঘটনাতেও একই যোগসূত্র সন্দেহ করা হচ্ছে।

 

পুলিশ বলছে, নিহত ৪ মুসলিম সম্ভবত হেট ক্রাইমের শিকার হয়েছেন।নিউ মেক্সিকো শহরে গত ৯ মাসে ৪ মুসলিম খুনের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে সর্বশেষ ব্যক্তি খুন হয়েছেন গত শুক্রবার সন্ধ্যায়।

 

এসব ঘটনায় শহরের মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম এসব খুনের ঘটনাকে ‘টার্গেট কিলিং’ বলে বর্ণনা করেছেন।

 

তিনি বলেন, আলবুকার্ক ও বৃহত্তর নিউ মেক্সিকোর মুসলিম সম্প্রদায়কে সমর্থন করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব। তিনি বলেন, ‘এভাবে মুসলমানদের টার্গেট কিলিংয়ের ঘটনা একেবারে হতাশাজনক ও অসহনীয়। এসব ঘটনা তদন্তে তিনি আলবুকার্কে অতিরিক্ত পুলিশ কর্মকর্তা নিয়োগ দিয়েছেন।’

 

নিউ মেক্সিকোর আলবুকার্কের পুলিশ প্রধান হ্যারল্ড মেডিনা বলেন, ‘সর্বশেষ খুনের সঙ্গে সম্ভবত আগের তিনটি খুনের সম্পর্ক আছে।’ এর আগে নিউ মেক্সিকোর পুলিশ বলেছিল, গত ৯ মাসে খুন হওয়া অন্য ৩ মুসলিম ব্যক্তি সম্ভবত তাদের ধর্ম ও বর্ণের জন্য কারো টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন।

 

আমেরিকার বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার গোষ্ঠী, দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স ঘোষণা করেছে, যে ব্যক্তি খুনিদের বিষয়ে তথ্য দিতে পারবে তাকে ১০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।