পুবের কলম, ওয়েবডেস্ক: মহীয়সী রোকেয়ার ১৪৪তম জন্মবার্ষিকী ও ৯২তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বরাবরের মতো এই বছরও ভূমিপুত্র উন্নয়ন মোর্চা অফ ইন্ডিয়া(BHUMI)-র উদ্যোগে বাঙালির জাতীয় শিক্ষক দিবস পালিত হল রবিবার৷ অনুষ্ঠানটির আয়োজন করা হয় কলকাতার কলেজ স্কোয়ারের পাশে ত্রিপুরা হিতসাধনী সভাঘরে। অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সাইফুল্লাহ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সুরঞ্জন মিদ্দে ও আরো অনেক গুণীজনরা।
এই বছর ভূমির তরফে থেকে বাঙালির জাতীয় শিক্ষক মহীয়সী রোকেয়া স্মারক সম্মান প্রদান করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডঃ মেরুনা মুর্মু ও বেগম রোকেয়া একাডেমি, বীরভূম এর প্রতিষ্ঠাতা আয়েশা খাতুন মহাশয়াকে।
রোকেয়াকে নিয়ে গান ও কবিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এম. রুহুল আমীন। অনুষ্ঠানে ভূমির সদস্যরা ছাড়াও জনা পঞ্চাশেক অতিথি উপস্থিত ছিলেন। ভূমির তরফ থেকে এদিন একটি দাবিপত্র পেশ করা হয় যেখানে ৯ ডিসেম্বর কে “বাঙালির জাতীয় দিবস” হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়।
এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটি “রোকেয়া চর্চা কেন্দ্র” স্থাপনের আবেদন জানানো হয়। উক্ত দাবিপত্রটিতে আগত সকল অতিথিরা স্বাক্ষর করেন। ভূমির তরফে ডঃ রামিজ রাজা জানান, উক্ত দাবি পত্রটি মাননীয়া মুখ্যমন্ত্রী, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও রাজ্য সরকারের মুখ্য উপদেষ্টার হাতে তুলে দেওয়া হবে।