ভোপাল- উজ্জয়িনী প্যাসেঞ্জার ট্রেনে বিস্ফোরণ, সাত আইএস সন্ত্রাসীকে প্রাণদন্ডের সাজা শোনাল এনআইএ আদালত

- আপডেট : ১ মার্চ ২০২৩, বুধবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্ক: ভোপাল- উজ্জয়িনী প্যাসেঞ্জার ট্রেনে বিস্ফোরণের অভিযোগে সাত জন আইএস সন্ত্রাসীকে প্রাণদন্ডের সাজা শোনাল এনআইএ বিশেষ আদালত। মোট আটজনকে ফাঁসির সাজা শোনালো হলেও আগেই মৃত্যু হয়েছে একজনের।
২০১৭ সালের ৭ মার্চ ভোপাল থেকে উজ্জয়িনীগামী ট্রেনে বিস্ফোরণ ঘটে। অভিযোগ ছিল এই বিস্ফোরণের পেছনে মূলচক্রী ছিল আইএস সন্ত্রাসীরা। মধ্যপ্রদেশের জাবরি স্টেশনে বোমা বিস্ফোরণে আহত হন ১০ জন। পুলিশের সঙ্গে গুলির লড়াইতে নিহত হয় এক সন্ত্রাসী। বাকি সাতজন কে গ্রেফতার করা হয়। একবছর পর ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এই মামলার চার্জশিট পেশ করে। দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে ।
মঙ্গলবার গভীর রাতে এই আটজনের সাজা ঘোষণা করা হয়। মুহম্মদ ফয়সল, গউস মুহম্মদ খান, মুহম্মদ আজহার, আতিফ মুজফফর। মুহম্মদ দানিশ, সৈয়দ মির হুসেন ও আসিফ ইকবাল- সকলকেই প্রাণদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।