৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় ভারত জোড়ো যাত্রা, ব্যাপক সাড়া দেখে আপ্লুত প্রদেশ কংগ্রেস

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ জানুয়ারী ২০২৩, সোমবার
  • / 9

পুবের কলম প্রতিবেদক: আগে ঘোষণা করা হয়েছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সাগর থেকে পাহাড় নাম দিয়ে পশ্চিমবাংলায় ভারত জোড়ো যাত্রা করবে। ২৮ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর থেকে শুরু হওয়া যাত্রা রবিবার কলকাতার তারাতলায় পৌঁছায়। আর সোমবার কলকাতার প্রায় ২০ কিলোমিটার রাস্তায় পদযাত্রা হয়। এই পদযাত্রায় পা মেলান রাজ্য নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, অভিনেতা ও সমাজকর্মী বাদশা মৈত্র, কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা শামীম আখতার, আইনজীবী আসফাক আহমেদ-সহ একাধিক নেতা এ দিন মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিলের সামনের সারিতে ছিল বাউল,  ছৌ ও আদিবাসীদের নৃত্য-গীতের প্রদর্শন। কেউ হাতে প্লাকার্ড তো কেউবা রাহুল গান্ধির ছবি হাতে নিয়ে মিছিলে হাঁটেন। মহিলা ও তরুণ-তরুণীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ দিন তারাতলা থেকে প্রথমে প্রদেশ কংগ্রেসের কার্যালয় পর্যন্ত মিছিল পৌঁছায়। তারপর সেখানে সাংবাদিক সম্মেলন করেন দলের রাজ্য সভাপতি সাংসদ অধীর চৌধুরি। তিনি ভারত জোড়ো যাত্রায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

অধীরবাবু বলেন, দেশের গণতন্ত্র ও সংবিধানকে নষ্ট করার চেষ্টা হচ্ছে, মানুষে মানুষে বিভাজন চলছে আর আমরা চাইছি সবাইকে এক করতে। দুর্নীতির বিরুদ্ধে ও সুশাসনের পক্ষে ভারত জোড়ো যাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামীকে দেশকে পথ দেখাবে বলেও আশা ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

অন্যদিকে মিছিলে অংশগ্রহণকারী বিশিষ্ট সমাজকর্মী বাদশা মৈত্র বলেন, ভারত জোড়ো যাত্রা প্রকৃত অর্থে দেশকে দিশা দেখাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সবাইকে হিংসার বিরুদ্ধে পথে নামতে হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় ভারত জোড়ো যাত্রা, ব্যাপক সাড়া দেখে আপ্লুত প্রদেশ কংগ্রেস

আপডেট : ২ জানুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক: আগে ঘোষণা করা হয়েছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সাগর থেকে পাহাড় নাম দিয়ে পশ্চিমবাংলায় ভারত জোড়ো যাত্রা করবে। ২৮ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর থেকে শুরু হওয়া যাত্রা রবিবার কলকাতার তারাতলায় পৌঁছায়। আর সোমবার কলকাতার প্রায় ২০ কিলোমিটার রাস্তায় পদযাত্রা হয়। এই পদযাত্রায় পা মেলান রাজ্য নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, অভিনেতা ও সমাজকর্মী বাদশা মৈত্র, কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা শামীম আখতার, আইনজীবী আসফাক আহমেদ-সহ একাধিক নেতা এ দিন মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিলের সামনের সারিতে ছিল বাউল,  ছৌ ও আদিবাসীদের নৃত্য-গীতের প্রদর্শন। কেউ হাতে প্লাকার্ড তো কেউবা রাহুল গান্ধির ছবি হাতে নিয়ে মিছিলে হাঁটেন। মহিলা ও তরুণ-তরুণীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ দিন তারাতলা থেকে প্রথমে প্রদেশ কংগ্রেসের কার্যালয় পর্যন্ত মিছিল পৌঁছায়। তারপর সেখানে সাংবাদিক সম্মেলন করেন দলের রাজ্য সভাপতি সাংসদ অধীর চৌধুরি। তিনি ভারত জোড়ো যাত্রায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

অধীরবাবু বলেন, দেশের গণতন্ত্র ও সংবিধানকে নষ্ট করার চেষ্টা হচ্ছে, মানুষে মানুষে বিভাজন চলছে আর আমরা চাইছি সবাইকে এক করতে। দুর্নীতির বিরুদ্ধে ও সুশাসনের পক্ষে ভারত জোড়ো যাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামীকে দেশকে পথ দেখাবে বলেও আশা ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

অন্যদিকে মিছিলে অংশগ্রহণকারী বিশিষ্ট সমাজকর্মী বাদশা মৈত্র বলেন, ভারত জোড়ো যাত্রা প্রকৃত অর্থে দেশকে দিশা দেখাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সবাইকে হিংসার বিরুদ্ধে পথে নামতে হবে।