নয়াদিল্লি, ১৫ জানুয়ারি: দেশের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর এই মন্তব্যের পরই দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। এবার আরএসএস প্রধানের মন্তব্যের তীব্র সমালোচনা করল কংগ্রেস। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেছেন, মোহন ভাগবতের মন্তব্য সমস্ত ভারতীয়কে অপমান করেছে। আরএসএস প্রধানের মন্তব্য ‘দেশদ্রোহিতা’র সমান বলেও তোপ দেগেছেন লোকসভার বিরোধী দলনেতা। তিনি বলেন, “১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পায়নি এটা বলা প্রত্যেক ভারতীয়র জন্য অপমানজনক। সময় এসেছে এ ধরণের আজেবাজে কথা শোনা বন্ধ করার।”
উল্লেখ্য, গত সোমবার ইন্দোরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। ভাগবত বলেন, রাম মন্দিরের উদ্বোধনের দিনই যথার্থ স্বাধীনতা পেয়েছে দেশ। অর্থাৎ ১৯৪৭ সালের ১৫ আগস্ট নয়, ইংরেজদের থেকে পাওয়া স্বাধীনতাকে ‘প্রকৃত’ স্বাধীনতা বলে মনে করেন না তিনি।
Read More: উমরাহ পালনে নতুন শর্ত, নিতে হবে ভ্যাকসিন
আরএসএস প্রধানের এই মন্তব্যের একদিন পর তীব্র সমালোচনায় সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। কটাক্ষ করে তিনি বলেছেন, “দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁদের ভূমিকা কতটুকু! সে সম্পর্কে দেশবাসীকে কিছু বলার সাহস আছে ভাগবতের! তিনি গতকাল যা বলেছেন তা রাষ্ট্রদ্রোহিতার সমান। তাঁর (ভাগবত) মন্তব্য এটাই প্রমাণ করছে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই অবৈধ ছিল এবং দেশের সংবিধান অবৈধ।”