কলকাতাWednesday, 23 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বেঙ্গালুরুর নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত ৭, চারতলার অনুমতি নিয়ে সাততলা নির্মাণের অভিযোগ

FAISAL HASAN
October 23, 2024 3:59 pm
Link Copied!

পুবের কলম,ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় কাঠগড়ায় মালিক। চারতলার অনুমতি নিয়ে সাত তালা  নির্মাণের জেরেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানান, ওই বহুতলটি বেআইনি। মালিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে।

 

বহুতল ভেঙে পড়ার ঘটনার ১৮ ঘণ্টা কেটে গেলেও জারি উদ্ধারকারজ। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।

 

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের তলায় এখনও বেশ কয়েকজন আটকে আছে বলে খবর। ঘটনাস্থলে আনা হয়েছে  ‘ডগ স্কোয়াড’কেও।

 

আরও পড়ুন:ডানার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন, কলকাতায় শুরু বৃষ্টি

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে হেন্নুর এলাকায় আচমকাই  হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই বহুতলটি।  নির্মীয়মাণ ভবনটিতে কাজ চলছিল। ফলে শ্রমিকেরা চাপা পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা  গুরুতর। ধ্বংসস্তূপের তলায় আরও কয়েক জন শ্রমিক আটকে আছেন বলে খবর। যত দ্রুত সম্ভব তাঁদের বার করে আনার চেষ্টা চলছে।