কলকাতাThursday, 10 March 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

গেরুয়া আবিরের মাতলেন সুকান্তরা, তাহলে বঙ্গ বিজেপির ভরসা কি সেই যোগীই ?

mtik
March 10, 2022 5:39 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্ক : নিজের বিয়ে হয়নি তো কি হয়েছে? পড়শীর বাড়ির ছেলের তো বিয়ে হচ্ছে। খুশিতে যেন ঘুম হচ্ছে না। নাচতে ইচ্ছে করছে। ইউপির ফল দেখে এমনই অবস্থা বঙ্গ বিজেপির। রং দে তু মোহে গেরুয়া বলে গলা ছেড়ে বোধ করি গান গাইতে ইচ্ছে করছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। গান না গাইলেও উচ্ছাসে কমতি ছিল না মজুদার এন্ড কোং এর।

বাংলার বিজেপি নেতাদের এমন খুশি দেখে অনেকেই বলেছেন-বেচারা। বাংলায় বিধানসভার পর থেকে আরও দুর্বল হয়েছে বিজেপি। প্রতিদিন চওড়া হচ্ছে দলের ফাটল। ইতিমধ্যে বিজেপিতে যাওয়া ঘাসফুলিরা অনেকেই ঘরে ফিরেছেন। কিছু সেইভাবে ম্যানেজ করতে পারছেন না সুকান্ত। তাই সুদূর ইউপির জয়ের খুশিতে কলকাতায় আবির খেলে বিজেপির লোকেদের ফের তিনি শোনালেন মোদির কথা । যা দেখে অনেকেই প্রশ্ন করছে তাহলে একমাত্র ভরসা কি সেই মোদিই ? সুকান্ত বুঝিয়ে দিয়েছেন তারা ফের চেগে উঠবেন লোকসভার আগে। যার অর্থ বঙ্গ বিজেপি যাই বলুক, এখনও তাদের মোদী বিনা গীত নেই।

ইউপির জয় বিজেপিকে বঙ্গ বিজেপিকে চাঙ্গা করলেও করতে পারে। তবে এখনই দিল্লি বাংলার দিকে তাকাবে বলে মনে হয় না। কারণ বিজেপি শিক্ষা হয়ে গিয়েছে।সম্ভবত তারা ভাড়া করা লোক নিয়ে আর ভোট লড়বে না। তা যদি বিজেপি না করে তাহলে তাদের জোর দিতে হবে সংগঠনের দিকে। এই মুহূর্তে বাংলায় বিজেপির সংগঠন খুবই দুর্বল হয়ে পড়েছে। গুজরাটের মত বাংলাতেও সম্ভবত বিজেপিকে চাঙ্গা করতে ময়দানে নামবে আরএসএস। তা না হলে কেবল ‘হর হর মোদি’ ‘ঘর ঘর মোদি’ বলে চেঁচিয়ে কিছু হবে না।