পুবের কলম প্রতিবেদক: অ্যাডিলেডে ভারতের হারের পর যখন মাথাচাড়া দিচ্ছে মুহাম্মদ শামির অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার জল্পনা, ঠিক তখনই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পাওয়া গেল ব্যাটসম্যান শামিকে। বাংলা তথা দেশের এই তারকা পেসার বোলিংয়ের সঙ্গে ব্যাটটাও যে করতে পারেন, তার উদাহরণ আগে তিনি অনেকবারই দিয়েছেন। কিন্তু এবার এক ম্যাচ জেতানো ইনিংস খেলে সবাইকে বুঝিয়ে দিলেন, অস্ট্রেলিয়ায় ভারতীয় টেল এন্ডে তিনি ইনিংস বাঁচানো পারফরম্যান্সও করতে পারেন। স্টার্ক, বোলান্ড, কামিন্সদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি তৈরি। অর্থাৎ বল হাতে অস্ট্রেলিয়ার সবুজ ঘাসে যেমন তিনি আগুন ঝরাতে প্রস্তুত, তেমনই ব্যাট হাতেও দুর্ভেদ্য অজি বোলিংয়ের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়তে তৈরি তিনি। তারপরও এখনও তাঁর এনওসি এল না এনসিএ থেকে।
ভাবা গিয়েছিল শামি হয়ত অ্যাডিলেড টেস্টের আগেই অস্ট্রেলিয়া উড়ে যাবেন। কিন্তু তা হয়নি। ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনের গাব্বায় তৃতীয় টেস্টে নামবে ভারত। যা এক মারাত্মক পেস সহায়ক পিচ। কিন্তু সেই টেস্টের আগেও কি শামি অস্ট্রেলিয়া উড়ে যেতে পারবেন? এই প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে, ঠিক তখনই সোমবার সেই মুহাম্মদ শামির কাঁধে ভর দিয়েই সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠে গেল বাংলা। চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক পিচে টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন চণ্ডীগড় ক্যাপ্টেন মনন ভোরা। একেবারে শুরুর দিকে বাংলা হারায় অভিষেক পোড়েলকে। সুদীপ ঘরামিও তাড়াতাড়ি ফিরে যান সাজঘরে। ঋত্বিক চট্টোপাধ্যায় কিছুটা চেষ্টা করলেও পারলেন না হাল ধরতে। করণলাল ২৫ বলে ৩৩ রানের ইনিংস খেলে বাংলাকে কিছুটা টানলেন। মিডল অর্ডার ব্যর্থ। লোয়ার অর্ডারে প্রদীপ্ত প্রামাণিক বাংলাকে টানার পর শুরু হল শামি ঝড়। ১৭ বলে ৩২ রানের দুর্দান্ত ইনিংস খেললেন মুহাম্মদ শামি। তিনটি চার ও ২টি ছক্কা মারলেন।
আর এখনও তাঁর ফিটনেস সার্টিফিকেট পাওয়া নিয়ে এনসিএ যে গড়িমসি করছে, তার জবাব ব্যাটে দিয়ে দিলেন। বুঝিয়ে দিলেন, পূর্ণ শক্তিতে তিনি বলও যেমন করতে তৈরি, তেমনই পুরো শক্তিতে ব্যাটেও ঝড় তুলতে পারেন। অন্তত অস্ট্রেলিয়ায় ভারতের লোয়ার অর্ডারে ভরসার জায়গাও হতে পারেন তিনি। শামির ব্যাটিংয়ে ভর করে বাংলা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে চণ্ডীগড়ের ইনিংস শেষ হয় ১৫৬ রানে। আরসলান খানকে ফিরিয়ে বাংলার প্রথম ব্রেক থ্রু-টাও দেন শামি। তার দেখানে পথে সায়ন ঘোষ দুর্দান্ত বোলিং করে চারটি উইকেট নিয়ে বাংলাকে ম্যাচে ফিরিয়ে জয় এনে দিলেন। বাংলা জিতল ৩ রানে। আর নির্বাচকদের দিকে প্রশ্ন ছুড়ে পরোক্ষভাবে শামি জানতে চাইলেন, অস্ট্রেলিয়াগামী বিমানে তিনি কবে উঠবেন?