কলকাতাFriday, 3 December 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

বেল ভিউতে বারিয়াট্রিক সার্জারির ট্রেনিং

mtik
December 3, 2021 2:57 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ কলকাতার প্রখ্যাত বারিয়াট্রিক সার্জেন ডা. সরফরাজ বেগ-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে– তাঁরা  বারিয়াট্রিক সার্জারির এক ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছেন। সারা দেশ থেকে ৪০ জন সার্জেন এই ট্রেনিং প্রোগ্রামে যোগ দিচ্ছেন। ৩-৫ ডিসেম্বরের কলকাতার বেল ভিউ ক্লিনিকে এই ট্রেনিং প্রোগ্রাম চলবে।

বারিয়াট্রিক সার্জারি হচ্ছে– পরিপাক ব্যবস্থায় (গ্যাসট্রিক বাইপাস) এবং ওজন কমানোর লক্ষ্যে সার্জারি। বহু মোটা মানুষ তাদের স্থুলতার জন্য জীবনকে উপভোগ করতে পারেন না– ঠিকমতো কাজও করতে পারেন না। এই স্থুলতা তাদের জীবনকে বিষময় করে তোলে। বারিয়াট্রিক সার্জারির দ্বারা আদনান শামির মতো বিশাল মোটা মানুষও ক্ষীণকায় পরিণত হয়েছেন। বারিয়াট্রিক সার্জারি এক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে। ভারতে বারিয়াট্রিক সার্জারির ক্ষেত্রে ডা. সরফরাজ বেগ অন্যতম অগ্রপথিক হিসেবে চিহ্নিত।

ডা. সরফরাজ বেগ-এর পক্ষ থেকে আরও বলা হয়েছে– যে সব স্থুলকায় ব্যক্তি আর্থিক কারণে বারিয়াট্রিক সার্জারি করাতে পারছেন না– ট্রেনিং প্রোগ্রামের সময় তাদের ভর্তুকি দিয়ে এই চিকিৎসা করা হবে। এছাড়া এই ট্রেনিং প্রোগ্রামের সময় স্থুলকায় ব্যক্তিরা এসে ভবিষ্যতে সার্জারির জন্য নিজেদের নাম লেখাতে পারেন। এমন কোনও ব্যক্তি যদি থাকেন যিনি স্থুলকায় তাঁকেও এই ট্রেনিং ক্যাম্পে পাঠাতে পারেন।