পুবের কলম, ওয়েবডেস্ক: ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ারম্যান হলেন বাংলাদেশি বংশোদ্ভূত পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসনের এমপি আপসানা বেগম।
অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত।’ জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব নিয়ে পার্লামেন্টের উভয় হাউস এবং সকল পক্ষের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন আপসানা।
এর আগে ২০১৯ সালে লেবার পার্টির মনোনয়নে প্রথম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন আপসানা। গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টে সোচ্চার ভূমিকা পালন এবং যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি।
আপসানা বেগমের জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসেই। তার বাবা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রাক্তন কাউন্সিলর মনির উদ্দিন আহমেদ। বাংলাদেশে তাদের আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। রাজনীতি বিষয়ে কুইনমেরি বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে স্নাতক এবং ২০১২ সালে সোয়াস বিশ্ববিদ্যালয় থেকে আইন ও কমিউনিটি লিডারশিপ বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন তিনি।
1 Comment
Pingback: ইউএনআরডব্লিউএ’র কোনো বিকল্প নেই: ইসরাইলের সমালোচনায় হু প্রধান – Puber Kalom – Bengali News Daily