ইমরানের ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার

- আপডেট : ৭ নভেম্বর ২০২২, সোমবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ভাষণ প্রচারে দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটির (পেমরা) জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কর্মী ও সমর্থকরা শনিবার করাচি; লাহোর; মুলতান; রাওয়ালপিন্ডি; পেশোয়ার-সহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল করেন।
এরই মধ্যে প্রধানমন্ত্রী শাহবাজের এই নির্দেশ এলো। দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে পিটিআই সমর্থকরা সড়ক অবরোধ করছে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে।
ফলে দেশের বহু শহর ও অঞ্চল অচল হয়ে গিয়েছে। এর আগে শুক্রবার ইমরান খান তার সমর্থকদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
দেশব্যাপী বিক্ষোভের কারণেই কেন্দ্রীয় সরকার পেমরাকে একটি নির্দেশ দেয়। তথ্য ও সম্প্রচারমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব বলেন; ইমরান খানের বক্তব্য প্রচারে ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটির দেওয়া নিষোজ্ঞার বিপরীতে অবস্থান নিয়েছেন শাহবাজ শরিফ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রী বলেন; কেন্দ্রীয় সরকারের বিশেষ ক্ষমতাবলে ইমরান খানের বক্তব্য প্রচারে জারি নিষোজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
এ দিকে; ওয়াজিরাবাদে হামলার পর থেমে যাওয়া লংমার্চ পুনরায় রাজধানী অভিমুখে যাত্রা শুরু করবে বলে ঘোষণা করেছেন ইমরান খান।
বন্দুকারীর হামলায় ইমরান-সহ কয়েকজন নেতা আহত হওয়ার ঘটনায় লংমার্চ থেমে যায়। লাহোরের হাসপাতাল থেকে ইমরান বলেন; ‘ওয়াজিরাবাদে যেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম সেখান থেকেই মঙ্গলবার আমাদের যাত্রা পুনরায় শুরু হবে।’
অবশ্য পুরোপুরি সুস্থ হওয়ার পরই লংমার্চে দেখা যাবে ইমরানকে। এর আগে হামলার ঘটনায় ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ; স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং এক শীর্ষ সেনা কর্মকর্তা জড়িত বলে প্রকাশ্যে অভিযোগ করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান।