পুবের কলম প্রতিবেদক: ডানকুনি-শিয়ালদহ শাখায় চারদিন ট্রেন বন্ধের ঘোষণা আগেই হয়েছিল। এবার জানানো হল, ওই সময়ই টানা পাঁচ দিন বন্ধ থাকবে বালি ব্রিজের একাংশও। ডানকুনিগামী বাস-গাড়ি চলবে নিবেদিতা সেতু দিয়ে। ফলে আগামী ২৩ থেকে ২৭ জানুয়ারি বালি ব্রিজের উপর দিয়ে যাতায়াত করা মানুষদের চরম হয়রানির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ২২ জানুয়ারি রাত ১২টা থেকে বালি ব্রিজের একাংশ দিয়ে বন্ধ থাকবে যান চলাচল। ২৭ জানুয়ারি পর্যন্ত যান চলাচলে এই নিয়ন্ত্রণবিধি চলবে। তবে বিকল্প রুটও ঠিক করা হয়েছে। জানানো হয়েছে, বালি ব্রিজের একাংশ দিয়ে কলকাতাগামী গাড়ি ঢুকতে পারবে। কিন্তু কলকাতা থেকে বালি হল্ট, হয়ে বোম্বে রোড, দিল্লি রোডগামী বাস বা গাড়ি বেরোতে পারবে না। সেই বাসগুলো যাবে নিবেদিতা সেতু হয়ে। তবে বাসের কোনও টোলট্যাক্স লাগবে না।
শনিবার পরিবহণ ভবনে এবিষয়ে বৈঠক হয়। সেখানে রেল, পুলিশ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পরিবহণ দপ্তরের কর্তারা উপস্থিত ছিলেন। সেখানেই ঠিক হয়েছে, বালিব রিজ দিয়ে কলকাতাগামী লেন খোলা রাখা হলেও উল্টোদিকে বেরোনোর লেন বন্ধ থাকবে। কারণ ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে ওই সময়। ফলে ট্রেন বন্ধের পাশাপাশি একদিকে রাস্তা বন্ধ থাকায় চরম যানজটের আশঙ্কা করা হচ্ছে এই পাঁচদিন। বালিঘাট থেকে বালিহল্টের মাঝে রেল ওভারব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য ২৩ জানুয়ারি রাত ১২ টা থেকে ২৬ জানুয়ারি ভোর চারটে পর্যন্ত শিয়ালদহ- ডানকুনি শাখার ট্রেন চলাচল বন্ধের কথা ঘোষণা করেছিল রেল। ওই সময়ে বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে থাকা প্রায় ৯৫ বছরের পুরনো রেল ব্রিজের গার্ডার বদলের কাজ চলবে।