৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘বজরংবলি পদ্ম-শিবিরের উপর বেজায় ক্ষুব্ধ রয়েছেন’ মন্তব্য তেজস্বী যাদবের    

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ মে ২০২৩, শনিবার
  • / 9

পুবের কলম,ওয়েবডেস্ক: কর্ণাটকে কুর্সি বদল। একক সংখ্যাগরিষ্ঠতা পেল কংগ্রেস। বেঙ্গালুরু থেকে দিল্লি, উল্লাসে  মাতল হাত শিবির। অন্যদিকে বিপর্যস্ত ক্ষমতাসীন বিজেপি। আর এরই মাঝে বজরং বলি’কে  নিয়ে ধর্মীয় মেরুকরণের  রাজনীতি করার জন্য বিজেপিকে এক হাত নিল কংগ্রেস সহ আরও রাষ্ট্রনেতারা। দক্ষিণের এই রাজ্যে জয়ের পর  কং নেতা পবন খেরা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ভগবান হনুমানের ভক্তরা প্রধানমন্ত্রী মোদিকে উপযুক্ত জবাব দিয়েছেন। অন্যদিকে আরজেডি প্রধান লালুপ্রসাদের পুত্র তেজস্বী যাদব বলেন, বোঝা যাচ্ছে দেবতা বজরংবলি পদ্ম-শিবিরের উপর বেজায় ক্ষুব্ধ রয়েছেন। এটা তারই ফল। এছাড়া কর্নাটকে কংগ্রেসের সাফল্যের আঁচ মেলার পর দিল্লিতে এআইসিসি সদর দফতরেও বজরংবলী সেজে হাজির হন দলের একাধিক কর্মী। তাঁদের মধ্যে একজন সংবাদমাধ্যমে বলেন, বজরংবলী বিজেপির সঙ্গে নয়, কংগ্রেসের সঙ্গে রয়েছে। বজরংবলী এখন বিজেপিকে ফাইন করেছে। কংগ্রেস নেতাদের হনুমান সাজ সামনে আসতেই তা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘বজরংবলি পদ্ম-শিবিরের উপর বেজায় ক্ষুব্ধ রয়েছেন’ মন্তব্য তেজস্বী যাদবের    

আপডেট : ১৩ মে ২০২৩, শনিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: কর্ণাটকে কুর্সি বদল। একক সংখ্যাগরিষ্ঠতা পেল কংগ্রেস। বেঙ্গালুরু থেকে দিল্লি, উল্লাসে  মাতল হাত শিবির। অন্যদিকে বিপর্যস্ত ক্ষমতাসীন বিজেপি। আর এরই মাঝে বজরং বলি’কে  নিয়ে ধর্মীয় মেরুকরণের  রাজনীতি করার জন্য বিজেপিকে এক হাত নিল কংগ্রেস সহ আরও রাষ্ট্রনেতারা। দক্ষিণের এই রাজ্যে জয়ের পর  কং নেতা পবন খেরা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ভগবান হনুমানের ভক্তরা প্রধানমন্ত্রী মোদিকে উপযুক্ত জবাব দিয়েছেন। অন্যদিকে আরজেডি প্রধান লালুপ্রসাদের পুত্র তেজস্বী যাদব বলেন, বোঝা যাচ্ছে দেবতা বজরংবলি পদ্ম-শিবিরের উপর বেজায় ক্ষুব্ধ রয়েছেন। এটা তারই ফল। এছাড়া কর্নাটকে কংগ্রেসের সাফল্যের আঁচ মেলার পর দিল্লিতে এআইসিসি সদর দফতরেও বজরংবলী সেজে হাজির হন দলের একাধিক কর্মী। তাঁদের মধ্যে একজন সংবাদমাধ্যমে বলেন, বজরংবলী বিজেপির সঙ্গে নয়, কংগ্রেসের সঙ্গে রয়েছে। বজরংবলী এখন বিজেপিকে ফাইন করেছে। কংগ্রেস নেতাদের হনুমান সাজ সামনে আসতেই তা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।