৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জার্মানির কোলনে প্রথমবার আযান

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ অক্টোবর ২০২২, রবিবার
  • / 14

পুবের কলম ওয়েব ডেস্ক: জার্মানির কোলন শহরের একটি মসজিদ থেকে প্রথমবারের মতো আযানের দেওয়া হয়েছে। স্থানীয় সরকারের সঙ্গে দীর্ঘ ১ বছর ধরে মুসলিমদের আইনি লড়াইয়ের পর অবশেষে মাইকে আযান প্রচারের অনুমতি মেলে।

শুক্রবার; ১৪ অক্টোবর কোলন শহরের সেন্ট্রাল মসজিদ থেকে মুয়াজ্জিনের আযানের মাধ্যমে শহরের ১ লক্ষ মুসলিম বাসিন্দাকে নামাযের আহ্বান জানানো হয়।

জার্মানির কিছু শহরে দীর্ঘদিন ধরে লাউডস্পিকারে আযান দেওয়ার অনুমতি থাকলেও কোলনের মতো বড় শহরের মসজিদ থেকে আযান শুনতে পাওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ।

গতবছর জার্মানির চতুর্থ বৃহত্তম এই শহরের কর্তৃপক্ষ জুম্মার নামাযে আযানের অনুমতি দিয়েছিল। কিন্তু বিভিন্ন বিতর্কের কারণে এতদিন তা বাস্তবায়িত হয়নি।

অবশেষে তুর্কি-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের সঙ্গে কর্তৃপক্ষ ২ বছরের চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী; প্রতি শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে সর্বাধিক ৫ মিনিটের জন্য আযান দিতে পারবেন মুয়াজ্জিন।

তবে আযানের শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে সীমিত রাখতে হবে। কোলনের মেয়র জানান; শহরের জাতিগত বৈচিত্র্য তুলে রার জন্য মাইকে আযান প্রচারের অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য; জার্মানির জনসংখ্যার প্রায় ৬ শতাংশ মুসলমান। দেশটিতে ৫০ লক্ষেরও বেশি মুসলিম বাস করেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জার্মানির কোলনে প্রথমবার আযান

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: জার্মানির কোলন শহরের একটি মসজিদ থেকে প্রথমবারের মতো আযানের দেওয়া হয়েছে। স্থানীয় সরকারের সঙ্গে দীর্ঘ ১ বছর ধরে মুসলিমদের আইনি লড়াইয়ের পর অবশেষে মাইকে আযান প্রচারের অনুমতি মেলে।

শুক্রবার; ১৪ অক্টোবর কোলন শহরের সেন্ট্রাল মসজিদ থেকে মুয়াজ্জিনের আযানের মাধ্যমে শহরের ১ লক্ষ মুসলিম বাসিন্দাকে নামাযের আহ্বান জানানো হয়।

জার্মানির কিছু শহরে দীর্ঘদিন ধরে লাউডস্পিকারে আযান দেওয়ার অনুমতি থাকলেও কোলনের মতো বড় শহরের মসজিদ থেকে আযান শুনতে পাওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ।

গতবছর জার্মানির চতুর্থ বৃহত্তম এই শহরের কর্তৃপক্ষ জুম্মার নামাযে আযানের অনুমতি দিয়েছিল। কিন্তু বিভিন্ন বিতর্কের কারণে এতদিন তা বাস্তবায়িত হয়নি।

অবশেষে তুর্কি-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের সঙ্গে কর্তৃপক্ষ ২ বছরের চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী; প্রতি শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে সর্বাধিক ৫ মিনিটের জন্য আযান দিতে পারবেন মুয়াজ্জিন।

তবে আযানের শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে সীমিত রাখতে হবে। কোলনের মেয়র জানান; শহরের জাতিগত বৈচিত্র্য তুলে রার জন্য মাইকে আযান প্রচারের অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য; জার্মানির জনসংখ্যার প্রায় ৬ শতাংশ মুসলমান। দেশটিতে ৫০ লক্ষেরও বেশি মুসলিম বাস করেন।