১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেন স্ট্রোক, গুরুতর অসুস্থ অযোধ্যার রামমন্দিরের প্রধান পুরোহিত

ইমামা খাতুন
  • আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার
  • / 67

পুবের কলম, ওয়েবডেস্ক:  গুরুতর অসুস্থ অযোধ্যার রামমন্দিরের পুরোহিত। অবস্থা আশঙ্কাজনক।ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছে বলে খবর। এদিন সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয় তাঁকে। সোমবার হাসপাতালের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, রাম মন্দিরের প্রধান পুরোহিতের নাম মোহন্ত সত্যেন্দ্র দাস। বয়স ৮৫। সোমবার তাঁকে এসজিপিজিআইতে স্থানান্তর করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ওই হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিন বিবৃতি জারি করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রী সত্যেন্দ্র দাস জীর স্ট্রোক হয়েছে। ডায়াবেটিস ও হাইপারটেনসিভের প্রবনতা রয়েছে তাঁর। রবিবার তাঁকে এসজিপিজিআইতে ভর্তি করা হয়েছিল। নিউরোলজি ওয়ার্ডের হাই ডিপেন্ডেন্সি ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। তারপর থেকে সেই অস্থায়ী রামমন্দিরের পুরোহিত নিযুক্ত করা হয়েছিল শ্রী সত্যেন্দ্র দাসকে। এরপর থেকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রেন স্ট্রোক, গুরুতর অসুস্থ অযোধ্যার রামমন্দিরের প্রধান পুরোহিত

আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  গুরুতর অসুস্থ অযোধ্যার রামমন্দিরের পুরোহিত। অবস্থা আশঙ্কাজনক।ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছে বলে খবর। এদিন সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয় তাঁকে। সোমবার হাসপাতালের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, রাম মন্দিরের প্রধান পুরোহিতের নাম মোহন্ত সত্যেন্দ্র দাস। বয়স ৮৫। সোমবার তাঁকে এসজিপিজিআইতে স্থানান্তর করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ওই হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিন বিবৃতি জারি করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রী সত্যেন্দ্র দাস জীর স্ট্রোক হয়েছে। ডায়াবেটিস ও হাইপারটেনসিভের প্রবনতা রয়েছে তাঁর। রবিবার তাঁকে এসজিপিজিআইতে ভর্তি করা হয়েছিল। নিউরোলজি ওয়ার্ডের হাই ডিপেন্ডেন্সি ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। তারপর থেকে সেই অস্থায়ী রামমন্দিরের পুরোহিত নিযুক্ত করা হয়েছিল শ্রী সত্যেন্দ্র দাসকে। এরপর থেকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।