পুবের কলম ওয়েবডেস্ক : বিশ্ব কাঁপানো তুর্কি সিরিজ ‘দিরিলিস আর্তুগ্রুল’ ( Dirilis: Ertugrul) সিরিজের প্রধান চরিত্র আরতুগ্রুলের(ertugrul ghazi) সবচেয়ে কাছের বিশ্বস্ত সহচর আরতুক বে(Artuk Bey)প্রকৃত নাম-আইবেক প্যাকচান(Ayberk Pekcan)আর নেই। ক্যানসারে আক্রান্ত হয়ে স্থানীয় সময় সোমবার ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫১ বছর।
১৯৭০ সালে আইবেক প্যাকচানের জন্ম। মারসিন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন।আইবেক প্যাকচানের মৃত্যুতে বিশ্বের ভার্চুয়াল জগতে বইছে শোকের ছায়া। বিগত কয়েক বছরে তুরস্কে নির্মিত বিভিন্ন নাটক-সিনেমা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
দিনদিন দর্শকদের আগ্রহের ভিত্তিতে এসব নাটক-সিনেমা মূল তুর্কিভাষা থেকে ডাবিং করা হচ্ছে নানা ভাষায়।
খুব অল্পসময়ে বিশ্বব্যাপী তুর্কি চলচ্চিত্রের অসংখ্য দর্শক গড়ে ওঠেছে। এরমধ্যে উসমানীয় সাম্রাজ্যের গৌরবময় উত্থানের সত্য কাহিনি অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল’ (dirilis ertugrul web series)এর দর্শক সবচেয়ে বেশি।আরতুগ্রুলের সবচেয়ে কাছের বিশ্বস্ত সহচর আরতুক বে-এর মৃত্যুতে বাংলাদেশের তরুণদের অনেকেই ফেসবুকে(Facebook) এ শোক প্রকাশ করছেন।
নয়া প্রজন্মের বহু ভারতীয়ও শোক প্রকাশ করেছেন। দিরিলিস আরতুগ্রুলের দ্বারা প্রভাবিত হয়ে এর আগেও যুক্তরাষ্ট্রে এক মেক্সিকান দম্পতিসহ অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় খবর প্রকাশ হয়েছে(dubbing web series ertugrul ghazi)।
বাংলাদেশের আজাদুল ইসলাম আদনান নামের একজন তার ফেসবুক টাইমলাইনে লেখেন– ‘দূরত্বটা হাজার মাইলের হলেও আপনার অভিনয় মন কেড়েছে আমার মত সহস্র মানুষের । আপনি হৃদয়ে থাকবেন। ওপারে ভালো থাকবেন প্রিয় অভিনেতা। ভুল– ত্রুটি ক্ষমা করে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন– আমিন।’