- ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার
- টেস্ট র্যালঙ্কিং: শীর্ষে বুমরাহ, ২ নম্বরে যশস্বী
- চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে হেমন্ত সোরেন
- ডিসেম্বর ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন কোন দিন জানুন?
- অ্যাডিলেডেও নেই শামি!
- আমরা হারলে তোমরা কেঁদেছো, বিদায় বার্তায় আরসিবি ভক্তদের কৃতজ্ঞতায় সিরাজ
- কলকাতাকে চ্যাম্পিয়ন করে ভারতীয় দলের ফিরতে চান উমরান
- বাতিল হচ্ছে না পুরনো প্যানকার্ড: অর্থ মন্ত্রক
- মিলন মেলা ২০২৫-এর প্রথম প্রস্তুতি সভা
- মাদ্রাসা শিক্ষার মাধ্যমে নারীরা পরিবার ও সমাজকে আলোকিত করছেন: ইমরান
- মণিপুর, আদানি, সম্ভল: সংসদ অচলই
- ইসরাইল কী শেষ পর্যন্ত হিজবুল্লাহ-র কাছে হেরে গেল?
Author: mtik
পুবের কলম ওয়েবডেস্কঃ সবে গতকাল কেটেছে দশমী।এখনও শহর জুড়ে উৎসবের মেজাজ। শনিবার দুপুরে কলকাতার এক নামী রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ল তীব্র আতঙ্ক। সেই সময়ে রেস্তরাঁয় যথেষ্ট ভিড় ছিল, মধ্যাহ্ন ভোজন সারছিলেন অনেকেই। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন।হোটেলের গ্রাহক এবং কর্মীদের একেএকে বাইরে বের করে আনা হয়। দমকলের প্রাথমিক ধারণা রান্নাঘর থেকেই আগুন লাগে। তারপর তা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে গিয়েছে রেস্তরাঁর বেশ খানিকটা অংশ। গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়েছে। মধ্যকলকাতার এই এলাকা অত্যন্ত জনবহুল। রয়েছে একাধিক রেস্তরাঁ ও হোটেল। রেস্তরাঁর এক কর্মী সংবাদমাধ্যমকে জানিয়েছেন সেই রান্নার প্রস্তুতি চলছিল তখনই হটাৎ করেই…
পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ থেকেই বৃষ্টি শুরু। দক্ষিণবঙ্গে রবিবার বৃষ্টি বাড়বে। ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে দুর্যোগ সব থেকে বেশি। ভারী বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে। সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে আছেন তাদের সন্ধ্যের মধ্যে ফেরৎ আসার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও আজ হালকা বৃষ্টি শুরু। সোমবার ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ওপরের দিকের জেলাগুলিতে। রাজ্যজুড়ে হালকা…
পুবের কলম ওয়েব ডেস্কঃ শিশু অপহরণ মামলায় অভিযুক্তকে জেরা করার সময় অসুস্থ হয়ে পড়েন সাব ইনস্পেক্টর (Ultadanga)। উল্টোডাঙা থানার এসআই-কে তড়িঘড়ি ভরতি করা হয় হাসপাতালে। তাও শেষরক্ষা হল না। অষ্টমীর ভোরে হাসপাতালে প্রাণহানি হয় তাঁর। অভিযোগ, রাস্তায় ভিড় থাকার ফলে সময়মতো ওই পুলিশ আধিকারিককে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি বলেই প্রাণহানি। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার উল্টোডাঙা থানা এলাকায় বছর তিনেকের একটি শিশু নিখোঁজ হয়ে যায়। তার পরিবারের তরফে অপহরণের মামলা দায়ের হয়। সাব ইনস্পেক্টর আফতাব মেহতাবই ঘটনাটির তদন্ত করছিলেন। গত মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তারও করেন তিনি। কেন অপহরণ করেছিল, কোথায় রয়েছে শিশুটি, তা জানতে উল্টোডাঙা থানায় অভিযুক্তকে জেরা করছিলেন ওই সাব…
পুবের কলম প্রতিবেদকঃ দুর্যোগ মোকাবিলায় এ রাজ্যে আরও ২৪টি সাইক্লোন সেন্টার খুলছে রাজ্য সরকার। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে রাজ্যের উপকূলগুলিতে একের পর এক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। সুন্দরবন সহ উপকূলবর্তী এলাকাগুলিতে ধ্বংসলীলা চালিয়েছে ঘূর্ণিঝড়। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতর পদক্ষেপ নিচ্ছে। দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর– দক্ষিণ ২৪ পরগনা– উত্তর ২৪ পরগনায় প্রথম গড়ে তোলা হচ্ছে। দেখা গিয়েছে, দুর্যোগে এই তিনটি জেলাতেই বেশি ক্ষতি হয়েছে। তাই আগামী দিনের কথা ভেবেই আরও সাইক্লোন সেন্টার গড়ে তোলা হচ্ছে। দফতর সূত্রে জানা গিয়েছে, এক একটি সাইক্লোন সেন্টার গড়ে তুলতে খরচ হবে এক কোটি টাকা। সাইক্লোন সেন্টার পিছু এক থেকে দু’হাজার…
পুবের কলম, ওয়েবডেস্কঃ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোকে কেন্দ্র করে মানুষের উচ্ছ্বাস উন্মাদনা জন-জোয়ারে পরিণত হয়েছে। করোনাকে উপেক্ষা করেই পুজোর আনন্দে মানুষ। এবছর সকলের মন কেড়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ‘বুর্জ খলিফা’।মণ্ডপের আলোকসজ্জা মন কেড়েছে মানুষের। তবে এই বুর্জ খলিফার এই আলোর ঝলকানি সমস্যা তৈরি করছে পাইলটদের। আলোতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে বিমান চালকদের। ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। বিমান ওঠা-নামায় সমস্যা তৈরি হচ্ছে। সোমবার রাতে কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণের সময় শ্রীভূমির বুর্জ খলিফার আলোর ঝলকানি পাইলটদের চোখ ধাঁধিয়ে দিয়েছে।ফলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা প্রবল। এই আশঙ্কার কথা মাথায় রেখেই বিধাননগর পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তিনটি পৃথক বেসরকারি বিমান সংস্থার পাইলটের…
পুবের কলম ওয়েব ডেস্ক: সপ্তমীতে নবান্নে (Nabanna)অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়িয়ে পড়ল আতঙ্ক। মোবাইল টাওয়ারে শর্টসার্কিট বিপত্তি ঘটেছে বলে প্রাথমিক অনুমান। রাজ্যের মূল প্রশাসনিক দপ্তরের ১৪ তলায় আগুনের ঘটনা নজরে আসে দুপুর ১২টার খানিক পরে। খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের তিনটি ইঞ্জিন। প্রসঙ্গত, নবান্নের চোদ্দোতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস। মঙ্গলবার সেই তলায় আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছন পুলিশকর্মীরাও। দমকল সূত্রে খবর, চোদ্দোতলায় একটি মোবাইল টাওয়ারের প্যানেল বক্সে আগুন লেগে এই বিপত্তি ঘটে। কী কারণে তাতে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল। প্যানেল বক্সে শর্ট সার্কিট হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে…
পুবের কলম প্রতিবেদক: শহর কলকাতা দক্ষিণ-পশ্চিম প্রান্তের একটি বড় এলাকা মেটিয়াবুরুজ। মূলত জরি ও পোশাক শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনের এখানে বসবাস। স্থানীয় বাসিন্দাদের অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী। রয়েছেন হিন্দুরাও। পাশাপাশি অন্যান্য জনজাতির মানুষজন। তবে অধিকাংশই মুসলিম। কিন্তু এই দুর্গাপুজোর সময় মেটিয়াবুরুজে ঘুরে কারও বোঝার সাধ্য নেই যে মুসলিম প্রধান এলাকা। মাইকে সংগীতের মূর্ছনা আর রাস্তায় ঝিকিমিকি আলোর রোশনাই মনোমুগ্ধকর পরিবেশ রচনা করে। বাঙালি হিন্দুদের বড় উৎসব দুর্গাপুজোর আনন্দে এখানকার মানুষজনও মাতোয়ারা। শহরের অন্যান্য এলাকার মতো এখানকার দুর্গাপুজোতেও যুক্ত হয়েছে থিম পুজো। সেই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ইসমাইল– মনিরুল– রাজ্জাকরা। স্থানীয় এক পুজো কমিটির উদ্যোক্তা স্বপন ঘোষ বলেন– আমাদের এখানে কোনও…
পুবের কলম, ওয়েবডেস্কঃ হাইকোর্টে (kolkata high court) প্রধান বিচারপতির পদে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব (Chief Justice Prakash Srivastava)। সোমবার প্রধান বিচারপতি পদে শপথ নেন তিনি। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর। আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ ছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত। শপথ নেওয়ার পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, ‘বিচারপ্রার্থীদের দ্রুত সুবিচার দিতে সদা তৎপর থাকব। দেশের সব থেকে পুরনো হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পেয়ে আমি খুশি। এই আদালতের বারে একাধিক স্বনামধন্য আইনজীবী রয়েছেন।’ এদিন কলকাতা হাইকোর্টের ১ নম্বর এজলাসে…
পুবের কলম, ওয়েবডেস্কঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। চতুর্দিকে উন্মাদনার ছোঁয়া। চতুর্দিকে খুশির জনজোয়ার। তবে এখনও পিছু ছাড়েনি করোনা, সেই সঙ্গে চতুর্দিকে শুরু বৃষ্টির ভ্রুকুটি। আগামী কয়েক দিনের মধ্যেই বাংলা সহ ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, গুজরাত, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রে থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। তবে পুজোর মধ্যে সেভাবে বড়সড় দুর্যোগের সম্ভাবনা না থাকলেও আন্দামানের ওপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এর চাপে উপকূলবর্তী এলাকাগুলিকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ অক্টোবরের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। দুর্গাপুজোয় বৃষ্টি হবে কি হবে না, তা নিয়ে…
পুবের কলম ওয়েবডেস্কঃ আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি\ পুজার সময় এল কাছে…. আজ মহাপঞ্চমী, রাত পোহালেই মহাষষ্ঠী ইতিমধ্যেই পুজোর ঢাকে পড়েছে কাঠি। শহরের নামি কিছু পুজোর উদ্বোধনও করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ঢাকির বাজনা ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যায় শারদ বন্দনা। আজ মহাপঞ্চমী, রাত পোহালেই মহা পঞ্চমী। আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে যাবে দেবী বন্দনা। আজ শিয়ালদহ স্টেশনে গেল বায়না প্রত্যাশী ঢাকিদের সঙ্গে রয়েছে বাড়ির খুদে সদস্যটিও। যে বড়দের ঢাকের সঙ্গে পাল্লা দিয়ে বাজাবে কাঁসি । পুবের কলমের চিত্র সাংবাদিক সন্দীপ সাহার ক্যামেরায় তারই কিছু ঝলক।
পুবের কলম কলকাতা থেকে প্রকাশিত বিভাগোত্তর বাঙ্গালী মুসলমানদের একমাত্র বাংলা দৈনিক সংবাদপত্র। দৈনিক কলম ভারত এবং আন্তর্জাতিক সংবাদের সাথে সাথে স্থানীয় ও আঞ্চলিক বিষয়সমূহ প্রকাশ করে। …
গুরুত্বপূর্ণ লিংক
আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
সমস্ত খবর সবার আগে পেয়ে যান আপনার ইনবক্সে!