- ন্যাকের মূল্যায়নে ‘বি+’ গ্রেড পেল আলিয়া বিশ্ববিদ্যালয়
- নতুন ওয়াকফ বিলে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, অবশ্যই প্রতিবাদ করব: মমতা
- ওয়াকফ বাঁচাতে লড়াই জারি থাকবে: হুঁশিয়ারি সিদ্দিকুল্লাহর
- বহিষ্কৃত চিন্ময় দাসের দায় নিতে অস্বীকার ইসকনের
- বিশ্বের বহু দেশেই নিষিদ্ধ ‘ইসকন’
- পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে হাসিনা: সোহেল তাজ
- ১৫ লাখ বাড়ি বানাবে ব্রিটেন সরকার, শ্রমিক নেই দেশে
- প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে ফোন, মুম্বই পুলিশের হাতে গ্রেফতার মহিলা
- যোগী রাজ্যে নারকীয় ঘটনা, নার্সকে গণধর্ষণ করে যৌনাঙ্গে লাঠি ও লঙ্কার গুঁড়ো
- সংখ্যালঘুদের স্বাধীনতা রক্ষায় দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সরকারকেই: জয়শঙ্কর
- ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার
- টেস্ট র্যালঙ্কিং: শীর্ষে বুমরাহ, ২ নম্বরে যশস্বী
Author: mtik
পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যে পুরভোটের দামামা বাজল বলে। প্রথমে কলকাতা এবং হাওড়া তারপর ধাপে ধাপে সমস্ত পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বুধবারই মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠক থেকে এই বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অবস্থায় ঘর গোছানোর কাজ শুরু করে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর পুর ভোটের প্রার্থী নির্বাচন করতে গিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে বয়সের ভারে ন্যুব্জ এবং দীর্ঘদিন ধরে অসুস্থ শয্যাশায়ী কাউন্সিলরদের এবার আর প্রার্থী করবে না রাজ্যের শাসক দল। উল্লেখ্য, দক্ষিণ কলকাতার বিজয়া সম্মেলনী অনুষ্ঠানেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ইঙ্গিত দিয়েছিলেন দলের পুরভোটের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্যাপক রদবদল করা হতে পারে। এক্ষেত্রে ইচ্ছা…
পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ হাওড়ায় প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। পুরভোটের আগে আজ, বৃহস্পতিবার বৈঠকে মুখ্যমন্ত্রী। বুধবার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক(administrative meeting Howrah) সারেন মুখ্যমন্ত্রী। হাওড়ায় আইসোলেশন ওয়ার্ড উদ্বোধনে মুখ্যমন্ত্রী। এদিন মমতা যা বললেন এক নজরেঃ হাওড়ায় আরও ৬০টি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে। আগামী দু’বছরে জেলায় ১০,৪৮০ টাকা বিনিয়োগ হবে। হাওড়ায় আরও ৬০টি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে। হাওড়ায় শিল্প পার্কের কাজ আগামী ৫ বছরে শেষ হবে। হাওড়ায় সত্যবালা আইডিতে ১০০ বেডের আইসোলেশন ওয়ার্ড দ্রুত শিল্পায়নই লক্ষ্য হাওড়ায় ১ লক্ষ ১৬ হাজার কর্মসংস্থান কোনা এক্সপ্রেস হাইওয়ের যানজট কমাতে হবে জমি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ বিনিয়োগে জমি সমস্য বরদাস্ত নয় নয়াচরে…
পুবের কলম, ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রীর কড়া ধমকেই কাজ হল রাতারাতি পালটে গেল চিংড়িঘাটার চেনা চিত্র। বুধবার মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠক থেকেই কড়া সুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করে, চিংড়িঘাটায় কেন এত দুর্ঘটনা ঘটছে? যাতে আর এই রকম সেটা দেখতে হবে। চিংড়িঘাটা কার? কলকাতা পুলিশের নাকি বিধাননগর কমিশনারেটের? আর এর পরেই নড়েচড়ে বসে বিধাননগরের পুলিশ কমিশনারেট। চিংড়িঘাটায় ছুটে যান বিধাননগরের পুলিশ কমিশনার সহ একাধিক আধিকারিক। চিংড়িঘাটায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। বাড়ানো হচ্ছে পুলিশের সংখ্যা। নজরে রাখা হয়েছে বাইককে। সিগন্যাল ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি চললেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কেস চলে যাবে মালিকের কাছে। রাতে ব্যারিকেডের সঙ্গে থাকবে রেড ব্লিংকার। গাড়ির আলো ব্লিংকারের পড়লেই জ্বলে উঠবে। রাতে…
পুবের কলম ওয়েবডেস্ক : ২০১৯ সালের ১৯ই জুন নিখিল জৈনের সঙ্গে তুরস্কের বোদরুমে রূপকথার বিয়ে সেরেছিলেন নুসরত জাহান। মুগ্ধ হয়ে সেই বিয়ের ঝলক দেখেছিল গোটা বাংলা। এরপর চলতি বছরের শুরুতেই নিখিল-নুসরতের সম্পর্কের তিক্ততা সামনে আসে। গত জুন মাসে বিবৃতি জারি করে বোমা ফাটান নুসরত জাহান। তারকা সাংসদ বলেন, ‘তুরস্কের বিবাহ আইন অনুসারে ওই বিয়েটা অবৈধ। তার উপর এটা যেহেতু হিন্দু-মুসলিম বিয়ে সেক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে এই বিয়েতে স্বীকৃতি দরকার। সেটা হয়নি। ফলে এটা বিয়েই নয়’। নুসরত জাহানের বিরুদ্ধে অ্যানালমেন্ট অব ম্যারেজের মামলায় জিতে গেলেন তাঁর প্রাক্তন স্বামী নিখিল জৈন। নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার আগেই তাঁর বিরুদ্ধে আলিপুর আদালতে বিচ্ছেদ চেয়ে…
পুবের কলম প্রতিবেদকঃ আদালতের নির্দেশ ছিল, আবু মোতালিব মাদ্রাসায় কমিটির মাধ্যমে নিযুক্ত প্রার্থীদের তথ্য খতিয়ে দেখে নিয়োগের বৈধতার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত নেবে ডায়রেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন (ডিএমই)। সেইমতো প্রার্থীরা বুধবার সশরীরে তথ্য যাচাইয়ের জন্য বিকাশ ভবনের ডিএমই দফতরে হাজির হন। শুনানির পর এ দিন ডায়রেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন আবিদ হোসেন বলেন, হাওড়ার আবু মোতালিব মাদ্রাসার ১৩ জন কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকের কাছে আদালতের নির্দেশমতো তথ্য চাওয়া হয়। কিন্তু আরও কিছু তথ্যের জন্য ওই প্রার্থীরা আরও এক মাস সময় নেন। আরও এক মাস তাদের সময় দেওয়া হয়েছে। তার পর পুনরায় তাদের দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এ দিন তাদের কাছে…
পুবের কলম প্রতিবেদকঃ চিংড়িঘাটায় কেন বার বার দুর্ঘটনা ঘটছে? এই নিয়ে এবার সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তর ২৪ পরগনা মধ্যমগ্রামে জেলা প্রশাসনিক বৈঠকে দুর্ঘটনার কারণ নিয়ে পুলিশের প্রতি ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। ক্ষুদ্ধ মমতা বলেন, ‘এলাকা নির্ধারণ নিয়ে কলকাতা ও বিধাননগর পুলিশের মধ্যে ইগোর লড়াই হচ্ছে। আর তার জেরে কেন ভুগবেন সাধারণ মানুষ?’ এখানেই থেমে না থেকে, দুই কমিশনারেটের পুলিশকে কার্যত হুঁশিয়ারি সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি পরপর কয়েকটি দুর্ঘটনা দেখেছি। যেটা হওয়ার নয়। হওয়ার ছিল না। আর একটাও দুর্ঘটনা যেন না হয় চিংড়িঘাটায়’। মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠকের ২৪ ঘণ্টা আগেই চিংড়িঘাটায় ঘটে মর্মান্তিক এক পথ দুর্ঘটনা। এরই জেরে…
পুবের কলম প্রতিবেদক: কৃষি আইনকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে আন্দোলন। একইসঙ্গে ফসলের নূন্যতম মূল্য নির্ধারণ করার দাবিও উঠছে। সেই আন্দোলনকে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হবে। বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে একথা জানান জয় কিষান আন্দোলনের নেতারা। এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন অভীক সাহা, যোগেন্দ্র যাদব, দীপক লাম্বা, প্রবীর মিশ্র প্রমুখ। সংগঠকরা বলেন, রাজ্যে মহাপঞ্চায়েত করা হচ্ছে। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকদের সামনে দিল্লির সীমান্তে কৃষক আন্দোলনের অবস্থা তুলে ধরা হবে এবং সংগ্রামের আসন্ন কর্মসূচি সম্পর্কে তাদের অবহিত করা হবে। এছাড়াও, পশ্চিমবঙ্গের কৃষকদের সবজি এবং ফলের মতো স্থানীয় ফসলের জন্য এমএসপি গ্যারান্টির জন্য রাজ্য আইনের দাবি এবং বর্তমান সংগ্রহের মরসুমে…
পুবের কলম, ওয়েবডেস্কঃ মঙ্গলবারই বিএসএফ- (bsf) এর এক্তিয়ার বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব পাস হয় রাজ্য বিধানসভায়৷ উত্তাল হয় বিধানসভা। তার পরে লর্ড সিনহা রোডের কার্যালয় থেকে বুধবার এক সাংবাদিক বৈঠক করলনে বিএসএফের এডিজি ওয়াই বি খুরানা (BSF ADG YB Khurana)। বিএসএফের এডিজি বলেন, ‘বিএসএফের প্রধান কাজ হল অনুপ্রবেশ রোখা। বিএসএফ কোনও তদন্তকারী সংস্থা নয়, তাই পুলিশের কাজে হস্তক্ষেপ করার প্রসঙ্গই ওঠে না। রাজ্য পুলিশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলে বিএসএফ।’ এডিজি আর বলেন, ‘দেশের প্রতিরক্ষায় প্রথম সারিতে রয়েছে বিএসএফ। এর অন্যতম কাজ হল বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখা। বিএসএফের ক্ষমতা সীমীত। কেবলমাত্র তল্লাশি, বাজেয়াপ্ত ও…
পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্যে ১৬ নভেম্বর থেকে খুলেছে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়। কোভিড নির্দেশিকা মেনেই শুরু হয়েছে পঠন পাঠন। আগের পরিবেশ ফিরে পেয়ে, খুশি পড়ুয়ারা। এর সঙ্গে পাল্লা দিয়ে এবার যানবাহনের ওপরে চাপ বাড়বে। শহরতলী থেকে বহু পড়ুয়াই কলকাতায় পড়তে আসে। কাজেই বড় অংশ লোকাল ট্রেনের ওপরে নির্ভরশীল। সম্প্রতি স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। তবে প্রশ্ন উঠেছে, পড়ুয়াদের ট্রেনের টিকিট কাটতে হবে কিনা। নাকি তারা যাতায়াতে রেলে ফ্রি পাসের সুবিধা পাবে। কারণ, লকডাউনের সময় থেকে রেলে বিভিন্ন ধরনের কনসেশন বা ছাড় বন্ধ করা হয়েছে। করোনার কারণে রেলের সব পাস বন্ধ হয়ে আছে। তবে রেলের তরফে জানানো হয়েছে, পড়ুয়ারা যে পদ্ধতিতে ফ্রি পাস…
পুবের কলম প্রতিবেদকঃ ‘মাইসার’ সংস্থা অর্থনীতির ও ব্যবসার প্রসারের জন্য কাজ করতে থাকে।বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসাকে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সাহায্য করা ও বাণিজ্যের সুযোগ-সুবিধাকে তুলে ধরার জন্য এই সংস্থাটি গত ১০ বছর ধরে কাজ করে চলেছে। দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বই হচ্ছে এই সংস্থাটির সদর দফতর।‘মাইসার’ এই উদ্দেশে দেশের বড় বড় শহরে সংখ্যালঘুদের জন্য ‘বিজনেস সামিট’-এর আয়োজন করে।দানিশ রিয়াজ সংস্থাটির অন্যতম পরিকল্পক ও প্রধান পরিচালক। ‘মাইসাত’ এর ২০২১-এর বিজনেস সামিট সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়। এই বিজনেস সামিটে ব্যবসা ও মিডিয়ার ক্ষেত্রে ১০টি পুরস্কার প্রদান করা হয়।অর্থনীতি, শিক্ষা, কমিউনিটির সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ‘মাইসাত’ আঞ্চলিক মিডিয়ার ২০২১ সালের ব্র্যান্ড হিসেবে ‘পুবের কলম’…
পুবের কলম কলকাতা থেকে প্রকাশিত বিভাগোত্তর বাঙ্গালী মুসলমানদের একমাত্র বাংলা দৈনিক সংবাদপত্র। দৈনিক কলম ভারত এবং আন্তর্জাতিক সংবাদের সাথে সাথে স্থানীয় ও আঞ্চলিক বিষয়সমূহ প্রকাশ করে। …
গুরুত্বপূর্ণ লিংক
আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
সমস্ত খবর সবার আগে পেয়ে যান আপনার ইনবক্সে!