- ন্যাকের মূল্যায়নে ‘বি+’ গ্রেড পেল আলিয়া বিশ্ববিদ্যালয়
- নতুন ওয়াকফ বিলে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, অবশ্যই প্রতিবাদ করব: মমতা
- ওয়াকফ বাঁচাতে লড়াই জারি থাকবে: হুঁশিয়ারি সিদ্দিকুল্লাহর
- বহিষ্কৃত চিন্ময় দাসের দায় নিতে অস্বীকার ইসকনের
- বিশ্বের বহু দেশেই নিষিদ্ধ ‘ইসকন’
- পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে হাসিনা: সোহেল তাজ
- ১৫ লাখ বাড়ি বানাবে ব্রিটেন সরকার, শ্রমিক নেই দেশে
- প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে ফোন, মুম্বই পুলিশের হাতে গ্রেফতার মহিলা
- যোগী রাজ্যে নারকীয় ঘটনা, নার্সকে গণধর্ষণ করে যৌনাঙ্গে লাঠি ও লঙ্কার গুঁড়ো
- সংখ্যালঘুদের স্বাধীনতা রক্ষায় দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সরকারকেই: জয়শঙ্কর
- ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার
- টেস্ট র্যালঙ্কিং: শীর্ষে বুমরাহ, ২ নম্বরে যশস্বী
Author: mtik
শিখদের পাগড়িতে আপত্তি নেই, এই তরুণীদের কেন বঞ্চনা করা হচ্ছে? মাথায় ওড়না বিতর্কে হাইকোর্টের প্রশ্ন
বিশেষ প্রতিনিধি: মুসলিম নারীদের হিজাব পরিধান বিতর্ক তো বটেই। বিভিন্ন সময় বঞ্চনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর কদর্য রূপ দেখা গেছে ফ্রান্সে। এখন ভারতেও বিভিন্ন রাজ্যে এর বহির্প্রকাশ দেখা যাচ্ছে। সবথেকে বিস্ময়ের কথা, প্রগতিশীল রাজ্য পশ্চিমবাংলাতেও হিজাব বিরোধী সাম্প্রতিক এক ঘটনা কলকাতা হাইকোর্টে পৌঁছছে। পশ্চিমবাংলার ঘটনায় দেখা গেছে, হিজাব কিন্তু বোরখা নয়। মুসলিম ধর্মীয় রীতি এবং বাংলার ঐতিহ্য অনুযায়ী কয়েকজন মুসলিম তরুণী আবেদন করেছিলেন কনস্টেবল নিয়োগ পরীক্ষায়। বাংলায় বিশেষ করে গ্রামাঞ্চলের বহু জেলায় হিন্দু মহিলারাও মাথায় ঘোমটা ব্যবহার করেন। আবেদনকারী এই মুসলিম তরুণীরাও ঘোমটা বা শাড়ির আঁচল দিয়ে মাথা আবৃত করেছিল। দুই একজন ওড়না দিয়েও মাথা ঢেকে রেখেছিল। কিন্তু তাঁদের মুখ সম্পূর্ণ অনাবৃত ছিল। তাঁরা নিজেদের আবেদন পত্রে ‘পরিচিতি ফটো’ হিসাবে এই ছবি সংযুক্ত করেন। আর এতেই এই মুসলিম তরুণীরা কোপে পড়ে পুলিশ রিত্রুটমেন্ট বোর্ড কর্তৃপক্ষের। তাঁরা এই মাথা আবৃত করা মুসলিম তরুণীদের কন্সটেবল পরীক্ষার জন্য অ্যাডমিড কার্ড দিতে অস্বীকার করে। তাদের বক্তব্য, মাথায় কোনও কাপড় থাকা চলবে না। এর বিরুদ্ধে মুসলিম তরুণীরা আপত্তি করে। তাঁদের বক্তব্য, মাথা আবৃত করা তাঁদের ধর্মীয় অধিকার। এই নিয়ে বিক্ষোভ ছাড়াও কিছু মুসলিম সংগঠন কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করে এবং সংবাদপত্রে বিবৃতি দেয়। পুলিশ রিত্রুটমেন্ট বোর্ডের কর্তৃপক্ষ বঞ্চিত তরুণীদের সঙ্গে এনিয়ে কোনও সংলাপ করতে রাজি হননি। কোনও সুরাহা না হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাফিজা খাতুন, সোনামণি খাতুন সহ ৫জন পরিক্ষার্থী। কিন্তু সময়ের অভাবে ২৬ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষার আগে হাইকোর্টে শুনানি হতে পারেনি। শেষ পর্যন্ত সোমবার, ২২ নভেম্বর বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানি হয়। আদালতে এই মামলার শুনানিতে মামলাকারী তরুণীদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিম প্রমুখ। ফিরদৌস শামিম বিচারপতিকে বলেন, মাথা ওড়না, স্কার্ফ বা শাড়ি দিয়ে আবৃত করলে কি নারীদের শারীরিক সক্ষমতা কিংবা বুদ্ধিমত্তা হ্রাস পায়? ছবিতে আবেদনকারিনীদের মুখমণ্ডল সম্পূর্ণ উন্মুক্ত ছিল। তাও কী কারণে এই সংখ্যালঘু তরুণীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত করা হল? তিনি আরও বলেন, শিখ পুরুষরাও মাথায় পাগড়ি পড়ে পুলিশ ও সেনা বাহিনীতে রয়েছেন। তাঁদের মাথা আবৃত করায় পুলিশ রিত্রুটমেন্ট বোর্ডের কোনও আপত্তি নেই। আপত্তি শুধু মুসলিম মেয়েদের ক্ষেত্রে। এটা অবশ্যই অন্যায় জুলুম। আইনজীবী ফিরদৌস শামিম মাননীয় বিচারপতিকে বলেন, নিয়োগ হওয়ার পর পুলিশরাও ক্যাপ পড়ে মাথা আবৃত করে। সেদিকে অবশ্য পুলিশ রিত্রুটমেন্ট বোর্ডের কোনও আপত্তি নেই। এভাবে তুচ্ছ অজুহাতে সংখ্যালঘু তরুণীদের যাঁরা মূল ধারায় আসার জন্য প্রবল পরিশ্রম করছে, তাঁদের বঞ্চিত করা ইনসাফ ও সংবিধান বিরোধী। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিম এ প্রসঙ্গে কেরল হাইকোর্টের একটি রায়ের উল্লেখ করেন। তাঁরা বলেন, নিট পরীক্ষায় হিজাবধারী মুসলিম মেয়েদের সম্পর্কেও এই একই প্রশ্ন উঠেছিল। কেরল হাইকোর্ট স্পষ্ট ভাষায় বলে, ধর্মীয় স্বাধীনতায় কোনও ভাবেই হস্তক্ষেপ করা যাবে না। আইনজীবী বিকাশরঞ্জন বলেন, ধর্মীয় রীতি মেনে মুসলিম তরুণীরা ঘোমটার মতো করে মাথায় ওড়না টেনেছিলেন। তাতে তাঁদের মুখ কোনও ভাবেই ঢাকেনি। অথচ পুলিশ রিত্রুটমেন্ট বোর্ড তাঁদের আবেদনপত্র ‘ত্রুটিপূর্ণ’ বলে অ্যাডমিট কার্ড দেয়নি। রাজ্য সরকার ও পুলিশের তরফে আইনজীবী চৈতালী ভট্টাচার্য বলেন, হিন্দু তরুণীদেরও পোশাক আগে ভিন্ন ধরণের ছিল। কিন্তু বর্তমানে তা বাদ দেওয়া হয়েছে। আর এই মামলার শুনানি হওয়া উচিৎ ট্রাইবুনালে, হাইকোর্টে নয়। তরুণীদের আইনজীবীরা বলেন, এই মামলায় সাংবিধানিক অধিকারের বিষয় রয়েছে। তাই হাইকোর্টেই এর বিচার হতে হবে। মাননীয় বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় প্রশ্ন করেন, শিখ ধর্মের মানুষ ধর্মীয় রীতি মেনে পাগড়ি পড়ার ছবি যদি ব্যবহার করতে পারে, তাহলে এখানে কেন আপত্তি তোলা হচ্ছে? তিনি আরও বলেন, বর্তমান মামলাটির রায়ের ওপরই নির্ভর করবে আগামীতে এই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ। তিনি আগামী বছরের ৬ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন। আইনজীবী চৈতালি ভট্টাচার্য বলেছেন, যেহেতু মামলাটি গুরুত্বপূর্ণ, তাই পরবর্তী শুনানিতে সরকারপক্ষে এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অংশগ্রহণ করতে পারেন।
কিংবদন্তির শহর বাগদাদ। আব্বাসীয় জমানায় ‘প্রোডিজিয়াস ওয়েলথ্’– বাণিজ্য– মর্যাদা আর ক্ষমতার স্মারক হয়ে ওঠে। পার্থিব সাফল্যের সঙ্গে শিক্ষা– বিজ্ঞানচর্চা আর ঔষধবিজ্ঞানের কেন্দ্র হয়ে ওঠে। খ্রিস্টাধ ৭৫০ থেকে ১২৫৮ তক ইসলামি রাজনৈতিক প্রাধান্যের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। চেঙ্গিজ খানের পৌত্র হালাকু ১২৫৩ থেকে ১২৫৮ পর্যন্ত পুনঃপুনঃ সামরিক অভিযানের মারফত রাজধানী বাগদাদ-কে বিধ্বস্ত করে দেয়। সেই ঐতিহাসিক ‘ক্যাটাসট্রফি’র মর্মস্পর্শী বর্ণনা দিয়েছেন প্রখ্যাত ইতিহাসবেত্তা খাজিম আহমেদ সভ্যতা– সাহিত্য-সংস্কৃতি– সহরত– শান-সওকত– সমৃদ্ধি-সৌন্দর্য আর ইসলামি সংহতির শহর বাগদাদ। অধ্যাপক হিট্টি বলছেন– আব্বাসীয় শাসনকালে শহরটি ‘Prodigious Wealth’ অর্থাৎ অসামান্য সম্পদশালী এবং আন্তর্জাতিক মর্যাদা আর গুরুত্বের স্মারক হয়ে উঠেছিল। বাইজেনটিয়াম— বাগদাদের অতূল্য বৈভবে ম্রিয়মান হয়ে গিয়েছিল। প্রখ্যাত ঐতিহাসিক…
পুবের কলম প্রতিবেদকঃ সময় যত এগোচ্ছে– মানুষ ততই বেশি প্রযুক্তি নির্ভর হচ্ছে। ঠিক সরকারি কাজেও চালু হয়েছে অনলাইন ব্যবস্থাপনা। বিভিন্ন পরিষেবা এখন অনলাইনেই প্রদান করছে প্রশাসন। এবার সেই কাজে আরও একধাপ এগোল কলকাতা পুলিশ। এবার থেকে গাড়ির লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্সের এনওসি বা অনাপত্তিপত্রের জন্য আর লালবাজারে ছুটতে হবে না। ঘরে বসেই নিজের গাড়ির লাইসেন্স কিংবা ড্রাইভিং লাইসেন্সের এনওসি পেতে পারবেন যে কেউ। এ জন্য চালু করা হল ই-এনওসি পরিষেবা। জানা গিয়েছে, এবার থেকে অনলাইনেই নো-অবজেকশন সার্টিফিকেট বা এনওসি পেতে পারবেন যে কেউ। মঙ্গলবার থেকেই কলকাতা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে এই বিশেষ পরিষেবা পাওয়া যাচ্ছে। এর জন্য কলকাতা ট্রাফিক পুলিশের ওয়েবসাইট…
পুবের কলম প্রতিবেদকঃ গত রবিবার কলকাতার সল্টলেকের দ্য পার্ল হোটেলে অনুষ্ঠিত হয় মিস-টিন, মিস্টার, মিস,মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০২১- এর গ্র্যান্ড ফিনালে। ফ্যাশন শোটি খুব ধুমধামের সঙ্গে সম্পন্ন হয়। এই ফ্যাশন শোতে উপস্থিত ছিলেন বলিউডের ‘আশিকি’ সিনেমা খ্যাত নায়ক মিস্টার রাহুল রায়। তাকে প্রশ্ন করলে তিনি বলেন যে, বিগত কিছুদিন ধরে তিনি বেশ অসুস্থ। তবুও এই ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে পেরে খুব খুশি ও আনন্দিত। এই ধরনের ফ্যাশন শো তার ভীষণ ভালো লাগে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা আসে। দিল্লি, মুম্বাই, অসম, হরিয়ানা, ঝাড়খন্ড, বিহার,কলকাতা সহ আরও অন্যান্য রাজ্যের প্রতিযোগিরা অংশগ্রহণ করে। এই ফ্যাশন শোতে মিস টিনেজার ক্যাটাগরিতে বিজয়ী হয় বারাসতের…
পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ হচ্ছে না পুরভোটের দিনক্ষণ ঘোষণা। এদিন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে প্রায় এক ঘন্টা নির্বাচন কমিশনারের বৈঠক হয়। তার পরেই পটভূমিকার পরিবর্তন হয়। সূত্রের খবর, ‘এক সময় সব পুরসভায় ভোট চান রাজ্যপাল’। কাল হাইকোর্টের মামলার শুনানির পরে ভোটের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা। বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ট্যুইটে রাজ্যপাল লেখেন,’ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করতে হবে কমিশনকে। রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের অঙ্গ নয়। ক্ষমতা আছে রাজ্য নির্বাচন কমিশনের। জাতীয় নির্বাচন কমিশনের মতোই ক্ষমতা আছে রাজ্য নির্বাচন কমিশনের। রাজ্য সরকারের আইনের দ্বারা চলে না রাজ্য নির্বাচন কমিশন’। উল্লেখ্য, কলকাতা ও হাওড়া পুরনিগম সহ রাজ্যের…
পুবের কলম ওয়েবডেস্কঃ উচ্চপ্রাথমিকে ফের দুর্নীতির অভিযোগ। পদবী নিয়ে উঠছে অভিযোগ। বলা হচ্ছে কূর্মী এবং মাহাতো সম্প্রদায়ভুক্তরা তফশিলি উপজাতি সম্প্রদায়ের মধ্যে পড়েনা,কিন্তু এই দুই পদবীর প্রার্থীরাই ২০১৬ সালে উচ্চপ্রাথমিকের নিয়োগে এসসি বা সিডিউল ট্রাইব ক্যাটাগরিতে আবেদন করেছেন। মোট ৭৫ জন চাকুরীপ্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রকৃত তফশিলি সম্প্রদায়ের পরিক্ষার্থীরা। এই মামলায় রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে কুর্মী এবং মাহাতো সম্প্রদায়ের প্রতিনিধিরা তফশিলি সম্প্রদায়ের মধ্যে পড়েননা। রাজ্যের পক্ষ থেকে হাইকোর্টে জানানো হয়েছে শিক্ষা দফতর পুরো বিষয়টি খতিয়ে দেখে আদালতে জানাবে। তবে এরজন্য দরকার কিছুটা সময়। উল্লেখ্য এর আগেই উচ্চ প্রাথমিকে সমস্ত অভিযোগ নিষ্পত্তির জন্য …
পুবের কলম, ওয়েবডেস্কঃ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি কর্মী নিয়োগের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এবার হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল রাজ্য। আদালত সূত্রে খবর রাজ্য সরকার এসএসসি (SSC) এবং মধ্যশিক্ষা পর্ষদ এই তিন পক্ষ মামলা দায়ের করার অনুমতি চায়। সেই অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। বুধবার মামলার শুনানির সম্ভাবনা। সোমবার শুনানি চলাকালীন আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই ঘটনার সঙ্গে যেহেতু রাজ্যের সম্পর্ক রয়েছে, তাই রাজ্যের কোনও সংস্থা দিয়ে তদন্ত করানো যাবে না। ফলে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি…
পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ পুরভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। রাজ্যপালের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনার। ১৯ ডিসেম্বর ভোট হওয়ার সম্ভাবনা। (বিস্তারিত আসছে)
রফিকুল হাসান: লেডি কনস্টেবল পরীক্ষায় হিজাব সমস্যা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এ রাজ্যের বেশ কিছু মুসলিম তরুণী। সোমবার এই মামলা উঠেছিল আদালতে। আগামী ৬ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের এজলাসে। বিচারপতির রায়েই নির্ভর করবে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পরীক্ষার ভাগ্য নির্ধারণ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ পুলিশ রিত্রুটমেন্ট বোর্ডের উদ্যোগে কনস্টেবল ও লেডি কনস্টেবল ২০২০ পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেন বহু তরুণী। গত ২৬ সেপ্টেম্বর এই পরীক্ষার প্রিলিমিনারি লিখিত পরীক্ষা নেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিত্রুটমেন্ট বোর্ড। এরজন্য এডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে দেখে তাদের অ্যাডমিট ডাউনলোড হচ্ছে না। ফর্ম ফিলাপে ভুল হয়েছে বলে তারা জানতে পারেন। এই মত ওই সমস্ত তরুণীরা পুলিশ রিত্রুটমেন্ট বোর্ডের অফিস সল্টলেকের আরক্ষ ভবনে তাদের সমস্ত নথিপত্র নিয়ে গেলেও তার সুরাহা হয় নি। পরীক্ষার্থীদের দাবি, পরীক্ষার ফর্ম ফিলাপ করার জন্য যে ফটো আপলোড করা হয়েছিল সেই ফটোতে হিজাব বা ওড়না পরা ফটো আপলোড করা হয়েছিল। যদিও পুলিশ রিত্রুটমেন্ট বোর্ডের নির্দেশিকায় বলা ছিল মাথায় কিছু ঢাকা যাবে না। যদিও এ ব্যাপারে ওই পরীক্ষার্থীদের বক্তব্য, আমাদের মুখমণ্ডলটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। শুধুমাত্র চুলের অংশটা ঢাকা আছে। হিজাব বা ওড়না মাথায় জড়ানো যেটা আমাদের দেশের সংবিধান ধর্মীয় অধিকারের মধ্যে দিয়েছে। এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে বলে তাঁরা মনে করেন। শিখ সম্প্রদায়ের মানুষজন মাথায় পাগড়ি পরে চাকরি করতে পারলেও আমরা কেন পারব না? প্রশ্ন তোলেন তাঁরা। এরপরেই তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এই মামলার আইনজীবি ফিরদৌস শামিম বলেন, সোমবার এই মামলা উঠেছিল আদালতে। আগামী ৬ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের এজলাসে। বিচারপতির রায়েই নির্ভর করবে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পরীক্ষার ভাগ্য নির্ধারণ।
পুবের কলম প্রতিবেদক: দেশজুড়ে করোনা সংক্রমণ চালু হলে অন্যান্য গণপরিবহণের পাশাপাশি বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবাও। তারপর সংক্রমণ কমতেই চালু করা হয় মেট্রো। তবে সংক্রমণ এড়াতে টোকেন পদ্ধতি তুলে দিয়ে স্মার্ট কার্ড-এর মাধ্যমেই যাত্রীদের যাতায়াতের সুযোগ দেওয়া হত। ধীরে ধীরে প্রায় স্বাভাবিক হয়েছে কলকাতা মেট্রো পরিষেবা। তাই যাত্রীদের দাবি মেনে এবার টোকেন সিস্টেম ফেরাতে চলেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার থেকে তা চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে। মেট্রোর তরফে বলা হয়েছে– আগামী ২৫ নভেম্বর– বৃহস্পতিবার থেকে উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রোয় টোকেন ফিরতে চলেছে। সমস্ত স্টেশন থেকে টোকেন দেওয়া হবে। কাউন্টার ছাড়াও অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকেও টোকেন কেনা যাবে।…
পুবের কলম কলকাতা থেকে প্রকাশিত বিভাগোত্তর বাঙ্গালী মুসলমানদের একমাত্র বাংলা দৈনিক সংবাদপত্র। দৈনিক কলম ভারত এবং আন্তর্জাতিক সংবাদের সাথে সাথে স্থানীয় ও আঞ্চলিক বিষয়সমূহ প্রকাশ করে। …
গুরুত্বপূর্ণ লিংক
আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
সমস্ত খবর সবার আগে পেয়ে যান আপনার ইনবক্সে!