- বাংলা-বিহারেই সবচেয়ে বেশি আর্সেনিকের প্রকোপ, রিপোর্ট কেন্দ্রের
- অশ্লীল ভিডিয়ো’! বন্ধ হল ভারতের এই ১৮ ওটিটি প্ল্যাটফর্ম
- হাশিমপুরা হত্যাকাণ্ডের আরও দুই আসামির জামিন মঞ্জুর শীর্ষকোর্টের
- অসমের ছাত্র সমাবেশে ভেদ ভাবনা দূর করার ডাক দিলেন কামরুজ্জামান
- বড় প্রাপ্তি! কুয়েতের সর্বোচ্চ সম্মান পেলেন নরেন্দ্র মোদি
- খোয়া যেতে পারে প্রিয়াঙ্কার সাংসদ পদ! আদালতে বিজেপি
- গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই লকেট হেরে গেছে: মিঠুন চক্রবর্তী
- তসলিমার জিহাদি আবিষ্কার কি এভাবে মাঠে মারা যাবে!
- মিনি স্কার্ট… মন্দিরের পবিত্রতা নষ্ট করছে, ভদ্র পোশাকের নির্দেশ বৃন্দাবন মন্দিরের
- বাবাসাহেব আম্বেদকরকে অপমান রাজ্যজুড়ে প্রতিবাদে ২৩ ডিসেম্বর নামছে তৃণমূল কংগ্রেস
- বিধানসভার নির্বাচনের আগে ‘দীক্ষা’ ও ‘আলাপচারিতা’ কর্মসূচি তৃণমূলের
- অসমে ভোটার তালিকায় ব্যাপক অসংগতি, হাইকোর্টে যাচ্ছেন হাফিজ রশিদ
Author: Kibria Ansary
Kibria Ansary Reporter based in West bengal. He worked in various mainstream print and electronic media houses for the last 5 years. He completed his MA in Journalism and Mass Communication in Aliah University, Kolkata. Presently working in Daily Puber Kalom newspaper as a desk reporter.
শারজা: সংযুক্ত আরব আমিরশাহিকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এ দিন শারজাতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ ওভারেই মাত্র ১৩৭ রানেই গুটিয়ে যায় আরর আমিরশাহি। জবাবে কোনও উইকেট না হারিয়েই মাত্র ১৬.১ ওভারে ১৪৩ রান করে ম্যাচের ফয়সালা করে দেয় বৈভবরা। প্রথম দুটি ম্যাচে ব্যর্থ হওয়ার পরে এই ম্যাচে জ্বলে উঠল ১৩ বছরের বৈভব সূর্যবংশীর ব্যাট। আইপিএলের নিলামে হইচই ফেলে দেওয়া বৈভব ৪৬ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন। রাজস্থান রয়্যালসের নতুন রিত্রু«ট বৈভবের ইনিংসে রয়েছে তিনটি চার ও ছয়টি ছয়। তাঁর সঙ্গে বিধ্বংসী ব্যাটিং করেন অন্য ওপেনার আয়ুষ মাত্রেও। তিনি…
সিউল, ৫ ডিসেম্বর: পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউন। ইতিমধ্যেই দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। কিম ইয়ংয়ের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত চোই বাইউং হিউক। বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে পদত্যাগের বিষয়টি জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রাক্তন সেনাবাহিনীর সাবেক জেনারেল চোইয়ের মনোনয়ন নিশ্চিত করেছে প্রেসিডেন্টের কার্যালয়। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে দেশটির প্রেসিডেন্টের কাছে সামরিক আইন জারির প্রস্তাব করেছিলেন কিম ইয়ং। পরে পার্লামেন্ট সামরিক শাসনের বিপক্ষে দাঁড়ালে চাপের মুখে তা প্রত্যাহার করা হয়।
আবদুল ওদুদ: মুর্শিদাবাদবাসীর সামাজিক এবং শিক্ষাগত উন্নয়নের জন্য ১৪ বছর আগে তৈরি হয়েছিল মুর্শিদাবাদের আহীরণে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শাখা। ১৪ বছর অতিক্রান্ত হলেও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ শাখার তেমন কোনও সার্বিক উন্নয়নই হয়নি। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ শাখার উন্নয়ন নিয়ে উত্তরপ্রদেশের আলিগড়ে অবস্থিত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে উপাচার্যকে স্মারকলিপি প্রদান করেন রাজ্যের পাঁচ সংসদ। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের নেতৃত্বে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ মিতালি বাগ, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, বীরভূমের সাংসদ অসিত মাল এবং রাজ্যসভার সংসদ সামিরুল ইসলাম। স্মারকলিপি প্রদানের পর সাংসদ খলিলুর রহমান জানান, যে উদ্দেশ্যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের…
লখনউ: চরম বিপদের দিনে অর্থ সাহায্য নিয়ে সম্ভলের নিহতদের পরিবারের কাছে ছুটে গেল জমিয়তে উলামায়ে হিন্দ। পুলিশ প্রশাসন জমিয়তের প্রতিনিধিদের সম্ভলে প্রবেশের অনুমতি দেয় যদিও বাইরের কাউকে এখনও সেখানে যেতে দিচ্ছে না। আতঙ্কিত মুসলিম সমাজের পাশে দাঁড়াতে এগিয়ে এল জমিয়ত। জমিয়ত প্রতিনিধিরা প্রতিটি নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁদের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন। নিহত পাঁচ পরিবারের কাছে গিয়ে আশ্বস্ত করেন। আইনি লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য আশ্বাস দিয়েছেন তারা। তারা নিশ্চিত হয়েছেন পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে ৫ জনের, যাদের মধ্যে একজনের বয়স ১৬ বছর। এ ছাড়াও যেসব নিরীহ নিরপরাধ ব্যক্তিদের পুলিশ গ্রেফতার করে রেখেছে তাদের ছাড়িয়ে…
গুয়াহাটি: বাংলাদেশী তকমা দিয়ে অসমের বাসিন্দাদের নির্যাতনের অভিযোগ উঠল মণিপুর পুলিশের বিরুদ্ধে। এমনকি অসমের শতাধিক নাগরিককে জোর করে মণিপুর থেকে তাড়িয়ে দিল সে রাজ্যের পুলিশ। তাড়ানোর আগে তাদের সারা রাত ধরে থানায় আটকে রাখে মণিপুর পুলিশ। ছাড় পাননি মহিলা সহ শিশুরাও। ভারতের বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও দেশের প্রতিবেশী রাজ্যে বিদেশী আখ্যায়িত হয়ে নির্যাতিত হলেন তাঁরা। শুধু তাই নয়, তাদের কাছ থেকে অবৈধ ভাবে ষাট হাজার টাকাও কেড়ে নিয়েছে মণিপুর পুলিশ। এই অভিযোগ ভুক্তভোগীদের। জানা গেছে, বরাকের রামকৃষ্ণ নগরের গান্ধিনগর এলাকায় প্রায় পঞ্চাশ জন গরিব, অসহায় খেটে খাওয়া মানুষ ইম্ফলে দীর্ঘদিন থেকেই বিভিন্ন কাজের সুবাদে সেখানে অস্থায়ী ভাবে বসবাস করে আসছিলেন।…
দামেস্ক: সিরিয়ায় ক্ষমতাসীন বাশার আল-আসাদ সরকারের বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীরা মঙ্গলবার দেশটির আর এক বড় শহর হামার কাছাকাছি পৌঁছে গেছে। বিদ্রোহীদের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত সপ্তাহে আকস্মাত আলেপ্পো দখল করে নেয় সিরিয়ার বিদ্রোহীরা। বিদ্রোহী পক্ষ ও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিদ্রোহী যোদ্ধারা হামা নগরী থেকে কয়েক মাইল উত্তরের কয়েকটি গ্রাম দখল করে নিয়েছেন। মার শাহুর গ্রামও তাঁদের দখলে চলে গেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওই এলাকায় নতুন করে সেনা পাঠানোর খবর দিয়েছে। হামায় বিদ্রোহীদের হামলা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর চাপ আরও বাড়াতে পারে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে হামা সরকারি বাহিনীর দখলে…
পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এক সপ্তাহ যেতে না যেতেই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইহুদি সেনাবাহিনী। সোমবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে হামলা চালিয়েছে তারা। সংশ্লিষ্ট ঘটনায় অন্তত ১১ জন শহিদ হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহই প্রথম ইসরাইলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আইডিএফের। ওই হামলার জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীটির কিছু অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। তারা বলেছে, আবারও লেবাননে হামলা চালানোর মাধ্যমেই ইসরাইলই প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ওই হামলায় যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে, সেটির…
তেহরান: সিরিয়ায় সম্প্রতি সন্ত্রাসী গোষ্ঠী যে তাণ্ডব চালানো শুরু করেছে তাতে উস্কানি দিচ্ছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল। এমনই অভিযোগ করল ইরান। দেশটির বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ‘আরব এই দেশটিতে উগ্রবাদী সন্ত্রাসীদের জঘন্য তৎপরতা ও তাণ্ডব বন্ধের জন্য এখনই আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে।’ গত সপ্তাহে বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হায়াতে তাহরির আশ-শাম সিরিয়ার আলেপ্পো ও ইদলিব প্রদেশে আকস্মিকভাবে হামলা চালায় এবং বেশ কয়েকটি শহর ও গ্রাম দখল করে নেয়। তবে এরইমধ্যে সিরিয়া ও রাশিয়ার সেনারা পালটা প্রতিরোধ গড়ে তুলেছে এবং সম্মিলিত বাহিনীর বিমান হামলায় তেরোশোর বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। ইরানের বিদেশমন্ত্রী বলেন, এ সব সন্ত্রাসী…
নিউইয়র্ক: গত বছর অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত অন্তত ৩৪১ জন মানবিক সহায়তা কর্মী নিহত হয়েছেন। রাষ্ট্রসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) দেওয়া তথ্যের ভিত্তিতে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানি দ্যুজারিক এ কথা বলেছেন। এক সাংবাদিক সম্মেলনে দ্যুজারিক বলেছেন, সর্বশেষ ইসরাইলি বিমান হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের তিন কর্মী ও সেভ দ্য চিলড্রেনের একজন কর্মী-সহ মোট চারজন মানবিক সহায়তা কর্মী নিহত হয়েছেন। এর ফলে গত বছরের অক্টোবর থেকে নিহত মানবিক সহায়তা কর্মীর সংখ্যা বেড়ে ৩৪১ এ পৌঁছেছে। তিনি আরও বলেন, আমাদের মানবিক সহায়তা সরবরাহকারী অংশীদাররা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে সতর্ক করেছেন। সামরিক বাহিনীর স্থল অভিযান,…
ওয়াশিংটন: কানাডা সীমান্ত দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় চলতি বছর ৪৩ হাজারের বেশি ভারতীয় আটক হয়েছেন। মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সাম্প্রতিক এক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। মার্কিন রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত দিয়ে ভারতীয় অভিবাসনপ্রত্যাশী প্রবেশের চেষ্টা আশঙ্কাজনক হারে বেড়েছে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৪৩ হাজারের বেশি ভারতীয়কে আটক করা হয়েছে। মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন ১৭ হাজারের বেশি ভারতীয়। আর ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০ হাজারে। সবশেষ, ২০২৪ সালে উত্তরাঞ্চলীয় সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টাকারীদের ২২ শতাংশই ভারতীয়…
পুবের কলম কলকাতা থেকে প্রকাশিত বিভাগোত্তর বাঙ্গালী মুসলমানদের একমাত্র বাংলা দৈনিক সংবাদপত্র। দৈনিক কলম ভারত এবং আন্তর্জাতিক সংবাদের সাথে সাথে স্থানীয় ও আঞ্চলিক বিষয়সমূহ প্রকাশ করে। …
গুরুত্বপূর্ণ লিংক
আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
সমস্ত খবর সবার আগে পেয়ে যান আপনার ইনবক্সে!