Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ত্রিপুরায় ১০০টি উপজাতি হস্টেলে শিক্ষা দুর্নীতি, মিলছে না স্টাইপেন্ডও
- বিত্ত নিগমের ভোকেশনাল বোর্ডের চেয়ারম্যানের হলেন রফিকুল আলম
- চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে: ইউনুস
- সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু
- আমেরিকায় উড়ান বিপত্তি! ১০ জনকে নিয়ে নিখোঁজ বিমান
- জম্মু ও কাশ্মীরে ৭ পাক জঙ্গিকে খতম করল সেনা
- দিল্লিতে জোরদার রাজনৈতিক নাটক, কেজরির বাসভবনে দুর্নীতি প্রতিরোধ শাখার গোয়েন্দা
- ইউজিসির খসড়া নীতির জোরালো বিরোধিতায় বিজু জনতা দল
Author: Juifa Parveen
পুবের কলম,ওয়েবডেস্ক: রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনায় বিবৃতি দিয়েছে তদারকি সরকার। এ ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। বুধবার রাতে ভার্চুয়াল মাধ্যমে হাসিনা বাংলাদেশের মানুষের উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন। সেই অনুযায়ী প্রচার করেছিল আওয়ামী লীগ। তার পর থেকেই অশান্তি শুরু হয়। হাসিনা-বিরোধীরা ধানমন্ডিতে জমায়েত করেন এবং মুজিবের বাড়িতে ভাঙচুর শুরু হয়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সরকারের এই বিবৃতি গণমাধ্যমে দেওয়া হয়। সরকার আশা করে, ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা…
পুবের কলম প্রতিবেদক: কলকাতার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী ফোর্ট উইলিয়ামের নাম বদল করে নয়া নামকরণ করা হয়েছে ‘বিজয় দুর্গ’। প্রায় ২৫০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ফোর্ট উইলিয়াম দুর্গ তথা ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামের নয়া নামকরণ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের ইস্টার্ন কমান্ডের মুখ্য জন সংযোগ আধিকারিক উইং কমান্ডার হিমাংশু তেওয়ারি নয়া নামকরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রিটিশ শাসনামলের ঔপনিবেশিক মনোভাব পরিত্যাগ করতেই ব্রিটিশদের দেওয়া নাম পরিবর্তন করা হয়েছে। সে দিক থেকে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের নাম বদল অবশ্যই এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এ দিন তিনি ‘পুবের কলম’ প্রতিবেদককে আরও বলেন, আনুষ্ঠানিকভাবে ফোর্ট উইলিয়ামের নয়া নামকরণের বিষয়টি এখনও ঘোষণা করা হয়নি।…
দেবশ্রী মজুমদার, রামপুরহাট: স্বপ্নের ফেরিওয়ালা, অকৃতদার বিজ্ঞানী ড. মুনকির হোসেন আমাদের মধ্যে নেই। বুধবার রাত ১০-৩০ নাগাদ তাঁর ইন্তেকাল হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বীরভূমের মুরারইয়ের ভীমপুর থেকে ১ কিমি দূরে খুঁটকাইল গ্রামে ১৯৫৪ সালে ২০ সেপ্টেম্বর জন্ম। নানির বাড়িতে মানুষ হন মুনকির সাহেব। আব্বার নাম ফাইজ হোসেন এবং মা রাজিয়া বিবি। হেতমপুর কলেজে কেমিস্ট্রি অনার্স পাস করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমএসসি ও পিএইচডি করেন। ১৯৮৯ সালে মুম্বাই আইআইটিতে যোগদান রিসার্চের কাজে। সেখানে সাড়ে সাত বছর কাটানো। ১৯৯৬ সালে তাইওয়ানে গবেষনার কাজে যান। দীর্ঘ ১৭ বছর তাইওয়ানের তাইপোর ‘এক্যাডেমিয়া সিনিকা ইন্সটিটিউট অব…
পুবের কলম,ওয়েবডেস্ক: চাঞ্চল্যকর ঘটনা মহারাষ্ট্রে। গ্রামের মেলায় ক্ষীর খেয়ে অসুস্থ ২৫০ বেশি মানুষ। পুলিশের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার ফলেই এহেন ঘটনা ঘটেছে সেরাজ্যের পশ্চিমে কোলহাপুরের ওই গ্রামে। জানা গিয়েছে, অসুস্থদের মধ্যে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সকলেই স্থিতিশীল রয়েছেন বলে খবর। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার শিবনাকওয়াড়ি গ্রামের মেলায় প্রসাদ হিসেবে ক্ষীর দেওয়া হচ্ছিল। আর সেই খাবার খেয়েই ঘটে বিপত্তি। সম্ভবত খাদ্যে বিষক্রিয়ার কারণেই ডায়রিয়া, বমি ও জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। এখনও পর্যন্ত ২৫৫ জনের অসুস্থতার খবর মিলেছে। মেলা থেকে আসার পর প্রায় সকলেই বমি করতে শুরু করে। মুহূর্তের মধ্যে ধুম জ্বর এসে যায়। আর তদন্ত করে জানা যায়, অসুস্থ…
পুবের কলম,ওয়েবডেস্ক: মমতার নির্দেশের পরই দেউচা-পাচামিতে ভিতপুজো। শুরু হল কাজও। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মাঝেই মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূমের দেউচা-পাচামিতে শুরু হয়ে গেল কাজ। বৃহস্পতিবার দুপুরে জেলাশাসক, পুলিশ সুপারের উপস্থিতিতে এদিন ভিতপুজোও হয় বলে খবর। এদিকে কাজের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে বলে খবর। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর কয়লা ব্লক হতে চলেছে এই দেউচা-পাচামি। ইতিমধ্যেই মুহাম্মদবাজারের চাঁদা এলাকায় কাজ শুরু হল। বৃহস্পতিবারই জেলা প্রশাসন, জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যান। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। এই প্রেক্ষিতে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে জেলাশাসক জানান, পরিকাঠামো একেবারে প্রস্তুত। ব্যাসল্ট, ব্ল্যাকস্টোন উত্তোলন করতে পারবেন এলাকাবাসী। এই ক্ষেত্রে স্থানীয়দের আগ্রাধিকার বেশি। যদিও যথার্থ পুনর্বাসন, চাকরি…
পুবের কলম, ওয়েবডেস্ক: পথ দুর্ঘটনায় গুরুতর আহত সারজিস আলম। খুনের ষড়যন্ত্র ! ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পথ দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আহত হয়েছেন। জানা গেছে, বুধবার রাত ৮ টা ৪৫ নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাপ্রসঙ্গে আহত সারজিস আলম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌঁড় দেয়। তখন তাঁদের গাড়িটি সজোরে ব্রেক করলে পাশে থাকা একটি স্তম্ভের সঙ্গে ধাক্কা লেগে আহত হন তিনি। বিশ্ববিদ্যালয়ের ২১শে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ…
পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্তেকাল করেছেন ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা যুবরাজ করিম আল হুসাইনি (আগা খান চতুর্থ) । বুধবার দক্ষিণ ইউরোপীয় দেশ পর্তুগালের লিসবনে তিনি ইন্তেকাল করেছেন। আগা খান চতুর্থের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিশ্বের বহু নেতারা। বলা বাহুল্য, ইসমাইলি শিয়া মুসলিমদের পথপ্রদর্শকের ভূমিকায় ছিলেন তিনি। পাশাপাশি প্রচুর সমাজ সেবামূলক কাজকর্মের সঙ্গেও যুক্ত ছিলেন। ৮৮ বছর বয়সে পর্তুগালের লিসবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শেষ মুহূর্তে পরিবারের লোকজন তাঁর পাশে ছিল। উল্লেখ্য, ইসমাইলি হল শিয়া মুসলিমদের একটি শাখা। এর একাধিক উপদল রয়েছে। যার মধ্যে সর্ববৃহৎ উপদল হল নিজারি ইসমাইলি। তারা চতুর্থ আগা খানকে সরাসরি ইসলামের নবী হজরত মুহাম্মদ (স.) এর বংশধর…
পুবের কলম, ওয়েবডেস্ক: ‘কাউয়া কাউয়া’ স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর চালানো উন্মত্ত জনতা। আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, প্রাক্তন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার গ্রামের বাড়িতে ভাঙচুর চালিয়েছে ছাত্র-জনতা। পরে ঘরগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় সেখানে ‘কাউয়া কাউয়া’, ‘কাউয়া কাদের’ সহ নানা স্লোগান শোনা যায় ছাত্র-জনতার মুখে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে ফ্যাসিবাদবিরোধী স্লোগান নিয়ে বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ড বড় রাজাপুর এলাকার কাদেরের বাড়িতে প্রবেশ করে বৈষম্যবিরোধী ছাত্ররা। স্থানীয়রা জানান, বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি হলেও তিনি এ বাড়িতে থাকতেন না। মূলত এ বাড়িতে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার…
পুবের কলম, ওয়েবডেস্ক: নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছেন শেখ হাসিনা। এদিন শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতার রোষানলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। এক্সকাভেটর ও দুটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি। সেই ধ্বংসস্তুপ থেকে বই-লোহা-নারকেল যে যা পাচ্ছেন, সবই নিয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ ইতিহাস সংরক্ষণের জন্য শেখ মুজিবুর রহমানের বাড়ির ইট এবং পোড়া কয়লা নিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এমন চিত্র দেখা গেছে। ওই ভবন থেকে যেসব জিনিস নিয়ে যাওয়া হচ্ছে, এর মধ্যে বেশিরভাগই শেখ মুজিব ও তার পরিবারের…
পুবের কলম,ওয়েবডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত মন্তব্যের জের। প্রতিবাদস্বরূপ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হল ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি, জাদুঘর। বুধবার রাত ৮টা থেকে শুরু হয় ভাঙচুরের কার্যকলাপ। পাশাপাশি এদিন ধানমন্ডিতে হাসিনার বাসভবন সুধা সদনও ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার থেকে চলা ভাঙচুড়ের কার্যকলাপ রাতের দিকে কিছুটা স্থগিত রাখলেও বৃহস্পতিবার সকাল হতে না হতেই তা পুনরায় শুরু হয়েছে। বুধবার রাতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর আগে, জুলাই রেভল্যুশনারি এলায়েন্স এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু…
পুবের কলম কলকাতা থেকে প্রকাশিত বিভাগোত্তর বাঙ্গালী মুসলমানদের একমাত্র বাংলা দৈনিক সংবাদপত্র। দৈনিক কলম ভারত এবং আন্তর্জাতিক সংবাদের সাথে সাথে স্থানীয় ও আঞ্চলিক বিষয়সমূহ প্রকাশ করে। …
গুরুত্বপূর্ণ লিংক
আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
সমস্ত খবর সবার আগে পেয়ে যান আপনার ইনবক্সে!