- ‘দেশজুড়ে নিষিদ্ধ হোক আমিষ খাবার’ মন্তব্য করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
- আজ শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন
- সংসদে ফের মোদির মুখে তিন তালাক
- ৫ সদস্যের কমিটি গঠন উত্তরাখণ্ডের পর এবার গুজরাতেও ইউসিসি!
- পশ্চিমবঙ্গের নাম পালটে হোক বাংলা রাজ্যসভায় দাবি তৃণমূলের
- উইঘুর মুসলিমদের তুরস্কে যেতে নিষেধাজ্ঞা চিনের
- মহাকুম্ভে হাজার হাজার তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে, চাঞ্চল্যকর মন্তব্য খাড়্গরে
- রাজস্থান বিধানসভায় ধর্মান্তর বিরোধী বিল পেশ; কী কী বিধান রয়েছে?
- ইন্দোরের পর এবার ভোপালেও প্রকাশ্যস্থানে নিষিদ্ধ ভিক্ষাবৃত্তি
- শুরু ‘বাণিজ্য যুদ্ধ’, মার্কিন পণ্যে পালটা শুল্ক চাপাল চিন
- দুর্নীতির তদন্তে টিউলিপ,হতে পারে ১০ বছরের জেল
- তুরস্ক সফরে সিরিয়ার নয়া প্রেসিডেন্ট আল-শারা
Author: Abul Khayer
কলকাতায় মিল্লি কাউন্সিলের সভা হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পুবের কলম প্রতিবেদক: অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল ভারতের মুসলিমদের অন্যতম বৃহৎ সংগঠন। এই সংগঠনটি সরাসরি ভোট-রাজনীতিতে অংশ নেয় না। কিন্তু সামাজিক ও অন্যান্য কাজের সঙ্গে তারা ভারতীয় রাজনীতিতে সবার জন্য কল্যাণ, সততা এবং সংবিধান বর্ণিত গণতন্ত্রকে প্রসারিত করতে চায়। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর হতাশাগ্রস্ত ভারতীয় মুসলিমদের পুনরায় মূলধারায় প্রতিষ্ঠিত করা এবং হিন্দু-মুসলিম বোঝাপড়াকে প্রাধান্য দিয়ে মিল্লি কাউন্সিল বিভিন্ন ক্ষেত্রে প্রচুর কাজ করেছে। ১৯৯৩ সালের মিল্লি কাউন্সিলের প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন প্রখ্যাত ইসলামী স্কলার মাওলানা কাজী মুজাহিদুল ইসলাম, ড. মনজুর আলম, আহমদ হাসান ইমরান ও আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই সংগঠন…
পুবের কলম ওয়েবডেস্ক: সালটা ছিল ১৯৩১। ১১ অক্টোবর ইংরেজ সরকারের পুলিশ এক সম্মেলন থেকে গ্রেফতার করে সুভাষচন্দ্র বসুকে। তারপরে নোয়াপাড়া থানায় নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই ৮ ফুট বাই ১০ ফুটের একটি ঘরে কয়েক ঘণ্টার জন্য আটক রাখা হয়েছিল তাঁকে। আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীন নোয়াপাড়ার সেই থানাতেও পালিত হচ্ছে দিনটি। সুভাষচন্দ্র বসুকে নোয়াপাড়া থানার যে ঘরে আটকে রেখেছিল ইংরেজ সরকারের পুলিশ সেই ঘরটি স্বাধীনতার পর সরকারের পক্ষ থেকে সংরক্ষণ করা হয়। ২০১১ সালে তূণমূল সরকার আসার পর সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজরিত সেই ঘরকে নতুনভাবে সাজিয়েও তোলা হয়। আজ এই বীর সন্তানের ১২৯তম জন্মদিনে তাঁর…
নেতাজির বহুত্ববাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবাদর্শ আজও অনুকরণীয়’, নেতাজি-জয়ন্তীতে অভিমত বিশিষ্টদের
আসিফ রেজা আনসারী: স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অনস্বীকার্য। তিনি একদিকে যেমন আপসহীন সংগ্রামী ছিলেন, তেমনি দেশের বহুত্ববাদ রক্ষার বিষয়ে ছিলেন সমান সচেতন। যদিও স্বাধীন দেশ নেতাজির দেখা হয়নি। তবে এতবছর পরেও সাধারণ মানুষের মনে নেতাজি সম্পর্কে আবেগ কাজ করে। তাঁর প্রতিষ্ঠিত দল ফরওয়ার্ড ব্লকের তরফে নেতাজির জন্মদিনকে মর্যাদার সঙ্গে পালন করা হয়। সরকারিভাবেও যাতে সসম্মানে পালন করা হয়, সেই আর্জি রয়েছে। দেখা যাচ্ছে এই বছরও নেতাজির জন্মদিনে ছুটি দেয়নি কেন্দ্র সরকার। এই বিষয়টাকে মোটেও ভালো চোখে দেখছে না বামেরা। শুধু তাই নয়, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও সমালোচনা করছে কেন্দ্রের। নেতাজির জন্মজয়ন্তী নিয়ে রাজ্য বামফ্রন্টের সভাপতি বিমান বসু সংবাদমাধ্যমকে…
ইন্তেখাব আলম: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর জন্য একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সাধারণ রোগীরাও যেন সাধ্যের মধ্যেই হাতের নাগালে উন্নত মানের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পান তাঁর জন্য সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকেও ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় আনা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হয়েছে, তেমনি সরকারি হাসপাতালেও পিপিপি মডেলের মাধ্যমে স্বল্পমূল্যেই স্বাস্থ্য পরীক্ষা এবং ডায়াগনস্টিক ইউনিট খোলা হয়েছে। খুব সামান্য মূল্যেই সাধারণ মানুষকে উন্নতমানের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী চিকিৎসা প্রতিষ্ঠান ইসলামিয়া হাসপাতাল কর্তৃপক্ষ। ৭৩ নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে নবনির্মিত ১০তলা ইসলামিয়া হাসপাতালের ইন্ডোর এবং আউটডোরে কার্ডিওলোজি, হেমাটোলজি, পেডিয়াট্রিক, প্লাস্টিক সার্জারি, মেডিসিন, আই, সার্জারি,…
পুবের কলম ওয়েবডেস্ক: সিনেমাজগতে প্রতারণার তালিকায় এবার নাম লেখালেন বলিউড পরিচালক রাম গোপাল ভর্মা। চেক বাউন্স মামলায় মুম্বই আদালত তাঁকে ৩ মাসের কারাদণ্ড দিল। আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু পরিচালক রাম গোপাল ভর্মা সেদিন অনুপস্থিত থাকায় বিচারক তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রামগোপাল ভার্মার নামের সঙ্গে বিতর্ক যেন সঙ্গী হয়ে উঠেছে। এর আগে অনেকবারই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন পরিচালক। আবার কখনও আইনি বিপাকে পড়েছেন তিনি। এবার নতুন এক বিতর্ক জড়ালো তাঁর নামের সঙ্গে। চেক বাউন্স মামলায় জামিন অযোগ্য ধারায় রামগোপালের জেল হল। জানা গিয়েছে, ২০১৮ সালে এক ছবি তৈরির সময়েই রামগোপালের বিরুদ্ধে…
ওয়েব ডেস্ক, পুবের কলমঃ এবার কুম্ভ থেকেই মসজিদ ‘দখল’-এর ডাক দিল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। তারা জানিয়েছে, কাশী-মথুরা সহ মোট ৪২ হাজার মসজিদের তালিকা তৈরি করেছে তারা। সেগুলির ‘দখল’ নিয়ে তারা মন্দির তৈরি করবে। আর এই দাবিতে ২৪ জানুয়ারি শুক্রবার কুম্ভমেলা চত্বরে নিজেদের ক্যাম্পে হিন্দু ধর্মগুরু ও সাধুদের নিয়ে একটি সমাবেশের ডাক দিয়েছে ভিএইচপি। সেখানে কাশীর জ্ঞানভাপী মসজিদ ও মথুরার শাহী ঈদগাহ মসজিদ নিয়ে বিশেষভাবে আলোচনা হবে বলে ভিএইচপি-র পক্ষ থেকে জানানো হয়েছে। কীভাবে জ্ঞানভাপী মসজিদ ও শাহী ঈদগাহ মসজিদকে হিন্দুদের হাতে হস্তান্তর করা যায় ও সেখানে মন্দির তৈরি করা যায় তা নিয়ে রণকৌশল ঠিক হবে বলে তারা জানিয়েছে। স্বাভাবিকভাবেই…
সেখ কুতুবউদ্দিনঃ রাজ্য সরকারের উদ্যোগে ইতিমধ্যেই ১২টি ইংরেজি মাধ্যম মাদ্রাসা চালু হয়েছে। আগামীতে আরও ২টি চালু হবে। তার মধ্যে হাওড়ার পাঁচলার মাদ্রাসাটি উদ্বোধনের অপেক্ষায়। আর দক্ষিণ দিনাজপুরে জমি সমস্যার জন্য এখন কাজ শুরু হয়নি। সেখানেও গড়ে উঠবে ইংরেজি মাধ্যম মাদ্রাসা। চালু হওয়া ১২টির মধ্যে ১০টি মাদ্রাসায় পড়ুয়া ভর্তিতে রেকর্ড গড়েছে। যদিও বীরভূম ও উত্তর দিনাজপুরের ইংরেজি মাধ্যম মাদ্রাসার পরিকাঠামোগত উন্নয়ন সহ ভর্তিতে পিছিয়ে রয়েছে। এই দুই মাদ্রাসাকে পরিকাঠামো-সহ সুযোগ-সুবিধার ব্যবস্থার জন্য সরাসরি জেলাশাসকদের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিল রাজ্যের সংখ্যালঘু দফতর। বুধবার রাজ্যের সংখ্যালঘু দফতরের সচিব ড. পি বি সালিম পুবের কলমকে বলেন, ১২টি মাদ্রাসা চলছে। আরও…
সামিম আহমেদ, কুলপি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে বিশিষ্ট চাষি হিসাবে পুরষ্কার পেতে চলেছেন বর্ণালী ধাড়া। এবার সারা দেশ থেকে মোট ১০ জন বিশিষ্ট চাষির পুরস্কার পেতে চলেছে। তাদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র বর্ণালী ধাড়াই সেই পুরস্কার পাচ্ছেন। আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি এই পুরস্কার নেবেন। স্থানীয় সূত্রে খবর, বাবা-মা শিক্ষকতা করলেও বাড়িতে কিন্তু চাষবাসের চলন ছিল। স্বামী একসময় কৃষিকাজ ও সার কীটনাশকের ব্যবসা করতেন। কুলপির নিশ্চিন্তপুর বাজারে তার একটি সার ও কীটনাশকের দোকান ছিল। পরে তিনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পান। সেইসময়ে পারিবারিক ব্যবসা ও চাষবাস দুটোরই হাল ধরেন বর্ণালী। ২০০৫ সালে এলাকার জনা…
পুবের কলম, ওয়েবডেস্কঃ আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে একমাত্র দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে সোমবার আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। এ দিন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস এই সাজা শোনান। আদালতের এই রায় সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া জানান। মালদহে জেলা সফরকালে এই খবর শুনে তিনি বলেন, ”আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করেছিলাম। এখনও তাই করছি। আদালতের রায় নিয়ে কিছু বলব না। আমরা তো তিনটে মামলায় ফাঁসির সাজা ঘোষণা করিয়ে দিয়েছি, ৫৪ থেকে ৬০ দিনের মধ্যে। এই মামলাও আমাদের হাতে থাকলে অনেক আগেই মৃত্যুদণ্ড ঘোষণা করিয়ে দিতাম। কিন্তু কেসটা আমাদের হাত থেকে…
পুবের কলম, ওয়েবডেস্কঃ আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা। এ দিন সঞ্জয়কে যাবজ্জীবনের সাজা শোনালেন বিচারক অনির্বাণ দাস। এ দিন শিয়ালদহ আদালত আর জি কর ধর্ষণ-খুন কান্ডে একমাত্র দোষীকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশের পাশাপাশি নিহতের পরিবারকে রাজ্য সরকারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দেয়। সঞ্জয় রায়ের ৫০ হাজার টাকা জরিমানাও করেন বিচারক। জরিমানার টাকা না দিলে পাঁচ মাস অতিরিক্ত কারাবাসের নির্দেশ। নির্যাতিতার বাবা অবশ্য জানান, ক্ষতিপূরণ চান না। তাঁর উদ্দেশে বিচারক বলেন, ‘‘আপনি মনে করবেন না টাকা দিয়ে ক্ষতিপূরণের চেষ্টা করা হচ্ছে। আমাকে এমন বলা হলে আমিও তাই করতাম।’’