কলকাতাMonday, 15 August 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

অরবিন্দ ‘দ্য বিগিনিং অফ স্পিরিচুয়াল জার্নি’ আজাদি কা অমৃত মহোৎসবের এক অনন্য উপহার

Puber Kalom
August 15, 2022 6:26 pm
Link Copied!

 

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৫ তম স্বাধীনতা দিবস। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। ১৫ অগস্ট যেমন দেশের স্বাধীনতা দিবস পাশাপাশি বরেণ্য বিপ্লবী ঋষি অরবিন্দের জন্মদিবসও।শ্রীঅরবিন্দের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই স্বাধীনতা দিবসে প্রদর্শিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শ্রী অরবিন্দ: দ্য বিগিনিং অফ স্পিরিচুয়াল জার্নি’।

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত চৌহান। ১৫ই অগস্ট প্যারিস,বার্মিংহাম, সুইজারল্যান্ড, কলম্বিয়া এবং ইকুয়েডর, ইউনেস্কো এবং বাহরাইনে ভারতীয় দূতাবাসগুলিতে ছবিটির প্রিমিয়ার হচ্ছে।

অরবিন্দ ঘোষের কারাগার জীবনের (১৯০৮–১৯০৯) উপর ভিত্তি করে নির্মিত ছবিটি। যার কিছু শুটিং হয়েছিল কলকাতার আলিপুর জেলে, যেখান থেকে তাঁর আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিল। শ্রী অরবিন্দ ১৯০৮ সালের ৫ই মে ইংরেজদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য গ্রেফতার হন এবং আলিপুর জেলে পুরো এক বছর অতিবাহিত করেন।

ব্রিটিশ সরকারের আদালত বিচারের নামে প্রহসন করে তাঁকে বিভিন্ন ভাবে জড়িত করার চেষ্টা করে। এটি আলিপুর বোমা মামলা নামে পরিচিতি পায়। অবশেষে ১৯০৯ সালের ৬ মে তিনি মুক্তি পান।

‘শ্রী অরবিন্দ: দ্য বিগিনিং অফ স্পিরিচুয়াল জার্নি’ আগামী এক বছরের মধ্যে সারা দেশে সাড়া ফেলবে বলে আত্মবিশ্বাসী পরিচালক।