পদ্ম শিবিরের অস্বস্তি বাড়িয়ে ফাঁস সৌমিত্রর অডিও ক্লিপ, কি বললেন বিজেপি সাংসদ?

- আপডেট : ২১ নভেম্বর ২০২১, রবিবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্কঃ অস্বস্তি যেন পিছু ছাড়ছেনা গেরুয়া শিবিরের। তথাগত রায়ের পর এবার বেফাঁস বিজেপি সাংসদ সৌমিত্র খান।
এবার ফাঁস হয়েছে সৌমিত্রর অডিও ক্লিপ। যেখানে সাংসদকে বলতে শোনা যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে তিনটে থেকে চারটি আসন পাবে। যদিও অডিওটির সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয়নি।
শনিবার সন্ধ্যে নাগাদ একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। যেখানে সাংসদ তথা বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খানকে এই দাবি করতে দেখা গিয়েছে। এছাড়াও বিজেপি সাংসদকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তোপ দাগতে শোনা যায় ওই অডিও ক্লিপে।
এমনকি দলের সাম্প্রতিক অবস্থান নিয়েও উষ্মা প্রকাশ করতে দেখা যায়।
তাঁর আরও অভিযোগ কট্টর বিরোধীদের সাইড বেঞ্চে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয় বাংলা থেকে চারজনের মন্ত্রীত্ব পাওয়া নিয়েও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করতে শোনা গিয়েছে ওই অডিও ক্লিপে।
বিষ্ণুপুরের সাংসদের হিসেব বলছে লোকসভা নির্বাচনে বাংলা থেকে একমাত্র জিতবেন শান্তনু ঠাকুর।
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন এই অডিও ক্লিপের সত্যতা নিয়ে সংশয় আছে। অন্যদিকে দিলীপ ঘোষ বলেছেন কে কার সঙ্গে ফোনে কি কথা বলেছেন তা নিয়ে মন্তব্য করতে রাজী নই।
তবে তথাগত কান্ডের পরদিনেই এই অডিও কান্ডের ঘটনা যে পদ্ম শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে দিল তাতে কোন সন্দেহ নেই। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।