উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। অভিযুক্তের বাড়ি ভাঙচুর চালালো ক্ষিপ্ত জনতা। নবম শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে দুই যুবক বলে অভিযোগ। ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। ভাঙচুর চালানো হয় অভিযুক্তের বাড়ি। এমনকি আগুনও লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। বারুইপুর থানার বৃন্দাখালি পঞ্চায়েত এলাকার ঘটনা।
সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানে গিয়েছিলেন নবম শ্রেণীর ওই ছাত্রী। দোকান থেকে ফেরার পথে ছাত্রীর পথ আটকায় দুই যুবক। ছাত্রীর মুখ চেপে ধরে তাকে একটি নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানেই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ।
মেয়ে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন নাবালিকার মা। খুঁজতে খুঁজতে নির্মীয়মান ওই বাড়িতে যেতেই অভিযুক্তরা পালিয়ে যায়। তারপরই মাকে সবটা খুলে বলে ছাত্রী। সম্মানহানি হওয়ার ভয়ে কাউকে কিছুই জানাননি নাবালিকার মা। যদিও পরে ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। ক্ষোভে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনায় দুই অভিযুক্ত পলাতক বলে খবর।