০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা

পুবের কলম
  • আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার
  • / 50

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি বিধানসভা ভোটে ভরাডুবির পর মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। রবিবার রাজ্যপাল ভি কে সাক্সেনার সাথে সাক্ষাৎ করে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। বলা বাহুল্য, বিধানসভা নির্বাচনে ৭০ টি আসনের মধ্যে ৪৮টি আসন জয়লাভ করেছে বিজেপি । অন্যদিকে মাত্র ২২ টি আসন জয়লাভ করেছে আম আদমি পার্টি । 

জাতীয় কনভেনর অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া, সওরভ ভরদ্বাজের মতো নেতারা পরাজিত হলেও, অতীশী ক্যালকাজি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছেন। 

আরও পড়ুনঃ  ছত্তিশগড়ে এনকাউন্টার, নিহত ১২ মাওবাদী ও ২ নিরাপত্তা কর্মী 

হাইলাইটস

১) দিল্লিতে ঐতিহাসিক জয় বিজেপির

২)  অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার মতো আপ হেভিওয়েটরা কড়া লড়াইয়ের সম্মুখীন হয়ে হেরে গিয়েছেন

৩) দিল্লির ভোটে লড়েছিলেন প্রায় ১০০ জন মহিলা প্রার্থী। তবে জয়ী হয়েছেন মাত্র পাঁচ জন।

৪) আম আদমি পার্টি (আপ)-র একমাত্র আতিশী এবং বিজেপির চার মহিলা প্রার্থী বিধায়ক হয়েছেন।

৫) ‘উন্নয়নের জয়, সুশাসনের জয়, কোনও কসুর করব না। জয়ের পর মোদির বার্তা

https://puberkalom.com/12-maoists-two-security-personnel-killed-in-encounter-in-chhattisgarhs-bijapur/

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি বিধানসভা ভোটে ভরাডুবির পর মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। রবিবার রাজ্যপাল ভি কে সাক্সেনার সাথে সাক্ষাৎ করে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। বলা বাহুল্য, বিধানসভা নির্বাচনে ৭০ টি আসনের মধ্যে ৪৮টি আসন জয়লাভ করেছে বিজেপি । অন্যদিকে মাত্র ২২ টি আসন জয়লাভ করেছে আম আদমি পার্টি । 

জাতীয় কনভেনর অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া, সওরভ ভরদ্বাজের মতো নেতারা পরাজিত হলেও, অতীশী ক্যালকাজি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছেন। 

আরও পড়ুনঃ  ছত্তিশগড়ে এনকাউন্টার, নিহত ১২ মাওবাদী ও ২ নিরাপত্তা কর্মী 

হাইলাইটস

১) দিল্লিতে ঐতিহাসিক জয় বিজেপির

২)  অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার মতো আপ হেভিওয়েটরা কড়া লড়াইয়ের সম্মুখীন হয়ে হেরে গিয়েছেন

৩) দিল্লির ভোটে লড়েছিলেন প্রায় ১০০ জন মহিলা প্রার্থী। তবে জয়ী হয়েছেন মাত্র পাঁচ জন।

৪) আম আদমি পার্টি (আপ)-র একমাত্র আতিশী এবং বিজেপির চার মহিলা প্রার্থী বিধায়ক হয়েছেন।

৫) ‘উন্নয়নের জয়, সুশাসনের জয়, কোনও কসুর করব না। জয়ের পর মোদির বার্তা

https://puberkalom.com/12-maoists-two-security-personnel-killed-in-encounter-in-chhattisgarhs-bijapur/