বিবাদের জেরে বন্ধুর হাতেই খুন বন্ধু, নিখোঁজ থাকার পর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

- আপডেট : ২৭ অগাস্ট ২০২৩, রবিবার
- / 10
পুবের কলম প্রতিবেদক: বন্ধুর হাতেই খুন হতে হল বন্ধুকে। নিখোঁজ থাকার পর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার। মৃতের নাম বিজয় রায় (১৪)। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নাবালককে শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করেছে মৃতের তিন নাবালক বন্ধু বলে জানিয়েছেন পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘূর্ণি যদুনাথ পল্লি এলাকায়। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গিয়েছে, মৃত নাবালক নদিয়ার ঘূর্ণি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। গত ২৫ আগস্ট, শুক্রবার সন্ধাই ওই নাবালককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার কয়েকজন বন্ধু। তারপরই নিখোঁজ হয়ে যায় বিজয়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপরই পুলিশের দারস্থ হয় পরিবার। কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁরা। পুলিশ তদন্তে নেমে ৩ জন বন্ধুকে আটক করে। পরে পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করে বিজয়কে খুন করার কথা। সেই অনুযায়ী হিজুলি এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় পুলিশ ওই নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার করে। ধৃত তিন জনই নাবালক। তাঁদের গ্রেফতার করে পুলিশ।