বিধানসভা দুর্বল নয়: শুভেন্দুর আচরণ নিয়ে কড়া বার্তা স্পিকারের

- আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার
- / 21
পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ চার পদ্ম বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। এবার শুভেন্দু অধিকারীকে কড়া বার্তা দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বললেন, বিধানসভার সদস্য হিসাবে যা খুশি বলে যাব, তাহলে বিধানসভাও জানে কীভাবে তাঁকে ট্রিট করতে হবে। এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “প্ররোচনা দিচ্ছেন শুভেন্দু, অশান্তি ছড়াচ্ছেন। নিজেকে হিরো বলে জাহির করার চেষ্টা, বিধানসভা কখনই মানবে না এসব। অবিলম্বে ক্ষমা চান শুভেন্দু।” স্পিকার সাফ জানান, “বিধানসভা দুর্বল নয়।”
প্রসঙ্গত, সোমবার সরস্বতী পুজোয় বাধা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। স্পিকারের উদ্দেশে কাগজ ছুড়ে মারারও অভিযোগ ওঠে শুভেন্দুর বিরুদ্ধে। এরপরই শুভেন্দু-সহ চার বিধায়ককে সাসপেন্ড করা হয়।