৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
অসমে একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল, ঘোষণা শিক্ষামন্ত্রীর

ইমামা খাতুন
- আপডেট : ২৩ মার্চ ২০২৫, রবিবার
- / 482
পুবের কলম, ওয়েবডেস্ক: একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করল অসম শিক্ষা পর্ষদ। সোমবার অর্থাৎ ২৪ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত হওয়া সমস্ত পরীক্ষা বাতিলের ঘোষণা। প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অসমের শিক্ষা দফতরের।
আরও পড়ুন: আত্মহত্যাই করেছেন সুশান্ত সিং, প্রমাণ না থাকায় মামলা বন্ধ করল সিবিআই
এর আগে ২১ মার্চ অঙ্কের পরীক্ষাও বাতিল করা হয়ছিল। প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে সে বারও পরীক্ষা বাতিল হয়। পর্ষদের তরফে সেই সময়ে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছিল। একাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল ৬ মার্চ। শেষ হওয়ার কথা ২৯ মার্চ।
অসমের শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন, “প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য ২৪ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত হওয়া পরীক্ষাগুলি বাতিল করা হয়েছে।”