পুবের কলম, ওয়েবডেস্ক: ‘জয় ফিলিস্তিন’ স্লোগান কাণ্ডের জের। এবার সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিকে তলব করল বরেলি আদালত । আগামী ৭ জানুয়ারি তাঁকে আদালতের সামনে তাঁকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বলা বাহুল্য, সংসদ অধিবেশনের প্রথম দিন শপথ নেওয়ার সময় হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির মুখে শোনা গিয়েছিল ‘জয় ফিলিস্তিন’ স্লোগান। যার জেরে সে-সময় সংসদ তথা পুরো দেশে আলোড়ন পড়ে গিয়েছিল। দু’ভাগে ভাগ হয়ে গিয়েছিল রাজনৈতিক পণ্ডিতরা।
যা নিয়ে খোদ ওয়াইসির ব্যাখ্যা ছিল, সংবিধানে এমন কোনও বিধান নেই যা তাঁকে ‘জয় ফিলিস্তিন’ বলা থেকে নিবৃত্ত করতে পারে। এক সাক্ষাৎকারে মীম সুপ্রিমো জানিয়েছিলেন, অন্যান্য সদস্যরাও বিভিন্ন কথা বলছেন। আমার বক্তব্য আমি বলেছি।
এটা কোথায় ভুল? সংবিধানে কোথায় নিষেধ রয়েছে? অন্যরা যা বলেছে তাও শুনে দেখুন। আমি শুধু বলেছিলাম জয় ভীম, জয় মীম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন। এতে দোষ কোথায়? সংবাদ সংস্থা সূত্রে খবর, এআইএমআইএম প্রধানের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছেন আইনজীবী বীরেন্দ্র গুপ্তা। হায়দরাবাদের সাংসদ সাংবিধানিক ও আইনি উভয় প্রটোকল লঙ্ঘন করেছেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার প্রেক্ষিতে গুপ্তা জানান, এর আগে মীম প্রধানের বিরুদ্ধে ১২ জুলাই পিটিশন দায়ের করলে তা প্রত্যখ্যান হয়ে যায়। এরপর তিনি জেলা জজের আদালতে রিভিশন আবেদন করেন। জেলা বিচারক সুধীর সেই আবেদন মঞ্জুর করেন এবং গত শনিবার ওয়াইসিকে একটি নোটিশ জারি করে। সেখানে তাঁকে ৭ জানুয়ারি, ২০২৫ আদালতের সামনে হাজির হতে বলা হয়েছে। যদিও রাজনৈতিক কারবারিদের অভিযোগ,সেদিন শুধু ‘জয় ফিলিস্তিন’ নয়, সংসদে ‘জয় হিন্দু রাষ্ট্র, ‘জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাধারমনজি’র মতো স্লোগানও উচারিত হয়েছিল। অথচ তলব করা হল শুধু ওয়াইসিকে।