পুবের কলম ওয়েবডেস্ক: আ্যপেলের আইফোন ১৪ সিরিজ ইতিমধ্যেই বাজারে এসেছে। আগামী ১৬ই সেপ্টেম্বর থেকে ভারতীয় বাজারে পাওয়া যাবে এই ফোনগুলি। তবে আইফোন ১৪ প্লাস ফোনটির বিক্রি শুরু হবে আগামী ৭ই অক্টোবর থেকে। নতুন আইফোনগুলি আগের থেকে বেশি দামে বিক্রি হবে বাজারে।
তবে আ্যপেলের এই নতুন সিরিজ লঞ্চ করার পর থেকেই এর দাম নিয়ে মজার মজার মিমে মেতেছেন নেটিজেনরা।৷ অনেকেই বলছেন আইফোন ১৪+ সিরিজের মোবাইল ফোন কিনতে গেলে না নিজের কিডনি বিক্রি করতে হয়। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে এই মিম।
তারমধ্যেই একনজরে দেখে নেওয়া যাক কি দাম পড়ছে আইফোন ১৪ সিরিজের মডেলগুলোর
গত বুধবার লঞ্চ হয়েছে আইফোন ১৪ সিরিজের আইফোন-১৪(iPhone 14), আইফোন-১৪ প্লাস(iPhone 14 Plus), আইফোন-১৪ প্রো(iPhone 14 Pro) ও আইফোন-১৪ প্রো ম্যাক্স(iPhone 14 Pro Max) ফোনগুলি। ভারতীয় বাজারে এগুলির দাম ৭৯,৯০০ টাকা থেকে শুরু হচ্ছে। যেখানে আইফোন-১৪ প্লাস এর দাম ৮৯,৯০০ টাকা, আইফোন-১৪ প্রো-এর দাম ১,২৯,৯০০ টাকা এবং আইফোন-১৪ প্রো ম্যাক্স -এর দাম ১,৩৯,৯০০ টাকা হবে। ফোনগুলির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। আর কয়েক দিন পরই আইফোন-১৪, আইফোন-১৪ প্রো
ও আইফোন-১৪ প্রো ম্যাক্স বিক্রিও শুরু করা হবে।