খাট নেই, গদি–কম্বলে ঘুমাতে হল কেজরিওয়ালকে

- আপডেট : ২২ মার্চ ২০২৪, শুক্রবার
- / 28
পুবের কলম ওয়েব ডেস্ক: দেশের ইতিহাসে এমন ঘটনা প্রথমবার ঘটেছে। মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে তুলে সোজা লক আপে। এর আগে দেশের যে মুখ্যমন্ত্রীরা গ্রেফতার হয়েছেন, তারা পদত্যাগ করার পর গ্রেফতার হয়েছেন। কিন্তু এভাবে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের ঘটনা প্রথম দেখল দেশ। সারারাত কিভাবে কাটল মুখ্যমন্ত্রীর, এই নিয়ে উদ্বেগে ছিলেন তাঁর সমর্থকরা। সূত্রের খবর, ইডির অফিসে যাওয়ার আগে রাতের খাবার খাওয়া হয়ে গেছিল কেজরিওয়ালের। ইডির লক আপে এসি পেলেও খাট পাননি কেজরিওয়াল। ঘুমানোর জন্য একটি গদি ও একটি কম্বল দেওয়া হয়েছিল তাঁকে। মুখ্যমন্ত্রী হিসেবে বাড়তি কোনও সুবিধা পাননি তিনি। চা, কফি ও ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। কেজরিওয়ালের ডায়াবেটিস রয়েছে। তাই তাঁর উপযুক্ত খাবার ও ওষুধের ব্যবস্থা করবে ইডি বলে জানানো হয়েছে। ওই একই অফিসে ভিন্ন একটি লক আপে রয়েছেন বিআরএস নেত্রী কে কবিতা।