মানুষের দেহে প্রথমবার দেওয়া হল কৃত্রিম রক্ত!

- আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার
- / 7
হাইলাইটস: গবেষকরা বলছেন; রক্তের জন্য সবসময় দাতার নির্ভর করতে হয়। তবে এ গবেষণার লক্ষ্য হল বিরল গ্রুপের রক্ত কৃত্রিমভাবে উৎপাদন করা।
পুবের কলম ওয়েব ডেস্ক: ল্যাবে তৈরি কৃত্রিম রক্ত প্রথমবারের মতো মানবদেহে দেওয়া হয়েছে। ব্রিটেনের একদল গবেষক প্রথম ক্লিনিকাল ট্রায়ালে ২ জন স্বেচ্ছাসেবকের শরীরে কৃত্রিম রক্ত প্রবেশ করান।
প্রাথমিকভাবে খুবই অল্প পরিমাণ; দুই চা-চামচের মতো রক্ত দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবকদের দেহে। এটি কীভাবে কাজ করে; সেটিই এখন পর্যবেক্ষণ করবেন গবেষকরা।
ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের ব্লাড অ্যান্ড ট্রান্সফিউশন বিভাগে ব্রিস্টল; কেমব্রিজ ও লন্ডনের গবেষক দল কৃত্রিম রক্ত তৈরি ও মানবজাতির স্বার্থে তা কীভাবে ব্যবহার করা যায়; এ নিয়ে কাজ করছেন।
পরবর্তীতে অন্তত আরও ১০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে এই পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকরা।
তাদের আশা; রক্ত গ্রহণকারীদের বয়স ভেদে স্ট্যান্ডার্ড রক্ত কণিকার চেয়ে কৃত্রিম উপায়ে তৈরি এই রক্ত কণিকাগুলো দীর্ঘস্থায়ী হবে।
তবে সেইসঙ্গে গবেষকরা বলছেন; রক্তের জন্য সবসময়ই নির্ভর করতে হবে মানুষের ওপর। কিন্তু এ গবেষণার মাধ্যমে বিরল গ্রুপের রক্ত কৃত্রিমভাবে উৎপাদন করা সম্ভব হবে।
এতে করে বিভিন্ন জেনেটিক ও বিরল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে তুলনামূলকভাবে সহজ। এটিই এই গবেষণার মূল উদ্দেশ্য।
স্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাশলে টয় বলেন; ‘আমরা ভবিষ্যতে যতটা সম্ভব রক্ত তৈরি করতে চাই। আমাদের ভাবনা; বড় পরিসরে রক্ত উৎপাদন করা।
এটি স্বাভাবিক রক্তদান বিষয়টিকে সহায়তা করবে।’ টয় আরও বলেন; ‘কিছু কিছু রক্ত এতটাই বিরল যে পুরো ব্রিটেনে মাত্র ১০ জনের মতো ব্যক্তি তা দিতে পারেন। এ গবেষণা সফল হলে; যাদের রক্তের গ্রুপ বিরল; রক্তদাতা না পেলে তাদের আর প্রাণ হারাতে হবে না।’