০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা গান, কবিতা, নাটক থেকে ভুরিভোজের আয়োজন…. ‘১৬ আনা বাঙালীআনা’

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, সোমবার
  • / 63

পুবের কলম, ওয়েবডেস্কঃ তেরো নয় বাঙালির এখন তেত্রিশ পার্বণ। তার মধ্যেও বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গোৎসব। সেই দুর্গোৎসবকে উপলক্ষ করে সঙ্গীতশিল্পী  প্রবীর দাস আয়োজন করেছেন ‘ ১৬ আনা বাঙালীয়ানা’। আগামী ২ অক্টোবর নজরুল তীর্থ বিকেল পাঁচটা থেকে এই আয়োজন। যেখানে থাকছে বাঙালির যা কিছু একান্ত আপন। বাংলা গান,  বাংলা কবিতা,  নাটক,  উৎসবের সাজ পোশাক, আর হ্যাঁ যেটা নাহলে উৎসব ঠিক জমে না সেই বাঙালির খাওয়া দাওয়া ভুরিভোজ। এবারের আয়োজন বাঙালির ভাজাভুজি।

বাংলা গান, কবিতা, নাটক থেকে ভুরিভোজের আয়োজন.... '১৬ আনা বাঙালীআনা'

ফাউল কাটলেট, মাটন সিঙ্গারা,  ডেভিল চপ, দরবেশ সঙ্গে চা। গানে গানে আসর জমাবে জয়তী চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, স্বপন বসু, জোজো, শহরের অনিন্দ্য সঙ্গে প্রবীর তো থাকছেনই। থাকছে কল্পায়ূর হাসির নাটক ‘ভাড়াটে হইতে সাবধান’। বং কালেকশন সাজিয়ে তুলছে আমাদেরই আশেপাশের মানুষজনকে বাঙালির পুজোর সাজে। একটা সময় ছিল যখন পুজোয় নতুন গান না হলেই চলত না। রেকর্ড ক্যাসেট সিডির যুগের অবসান হয়েছে আজ, সব কিছুই অন্তর্জালে।  এখন আর পুজোর গান নিয়ে সেই মাতামাতি হয় না।

বাংলা গান, কবিতা, নাটক থেকে ভুরিভোজের আয়োজন.... '১৬ আনা বাঙালীআনা'

অতীত দিনের পুজোর গানের গান গল্প নিয়ে হাজির থাকবেন  সিদ্ধার্থ দাশগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন রেশমী চ্যাটার্জি। গান গল্প নাটক খাওয়া-দাওয়ায় জমজমাট এমন এক বাঙালীয়ানা অনুষ্ঠানে হাজির থাকতে ইচ্ছে করছে তো?  তবে টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন ‘হ্যালো হেরিটেজ’ নজরুল তীর্থে। ‘ষোল আনা বাঙালীয়ানা’ বিশ্বব্যাপী বাঙালির জন্য দেখা যাবে অনলাইনেও।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলা গান, কবিতা, নাটক থেকে ভুরিভোজের আয়োজন…. ‘১৬ আনা বাঙালীআনা’

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ তেরো নয় বাঙালির এখন তেত্রিশ পার্বণ। তার মধ্যেও বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গোৎসব। সেই দুর্গোৎসবকে উপলক্ষ করে সঙ্গীতশিল্পী  প্রবীর দাস আয়োজন করেছেন ‘ ১৬ আনা বাঙালীয়ানা’। আগামী ২ অক্টোবর নজরুল তীর্থ বিকেল পাঁচটা থেকে এই আয়োজন। যেখানে থাকছে বাঙালির যা কিছু একান্ত আপন। বাংলা গান,  বাংলা কবিতা,  নাটক,  উৎসবের সাজ পোশাক, আর হ্যাঁ যেটা নাহলে উৎসব ঠিক জমে না সেই বাঙালির খাওয়া দাওয়া ভুরিভোজ। এবারের আয়োজন বাঙালির ভাজাভুজি।

বাংলা গান, কবিতা, নাটক থেকে ভুরিভোজের আয়োজন.... '১৬ আনা বাঙালীআনা'

ফাউল কাটলেট, মাটন সিঙ্গারা,  ডেভিল চপ, দরবেশ সঙ্গে চা। গানে গানে আসর জমাবে জয়তী চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, স্বপন বসু, জোজো, শহরের অনিন্দ্য সঙ্গে প্রবীর তো থাকছেনই। থাকছে কল্পায়ূর হাসির নাটক ‘ভাড়াটে হইতে সাবধান’। বং কালেকশন সাজিয়ে তুলছে আমাদেরই আশেপাশের মানুষজনকে বাঙালির পুজোর সাজে। একটা সময় ছিল যখন পুজোয় নতুন গান না হলেই চলত না। রেকর্ড ক্যাসেট সিডির যুগের অবসান হয়েছে আজ, সব কিছুই অন্তর্জালে।  এখন আর পুজোর গান নিয়ে সেই মাতামাতি হয় না।

বাংলা গান, কবিতা, নাটক থেকে ভুরিভোজের আয়োজন.... '১৬ আনা বাঙালীআনা'

অতীত দিনের পুজোর গানের গান গল্প নিয়ে হাজির থাকবেন  সিদ্ধার্থ দাশগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন রেশমী চ্যাটার্জি। গান গল্প নাটক খাওয়া-দাওয়ায় জমজমাট এমন এক বাঙালীয়ানা অনুষ্ঠানে হাজির থাকতে ইচ্ছে করছে তো?  তবে টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন ‘হ্যালো হেরিটেজ’ নজরুল তীর্থে। ‘ষোল আনা বাঙালীয়ানা’ বিশ্বব্যাপী বাঙালির জন্য দেখা যাবে অনলাইনেও।