সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে নিহত ভারতীয় সেনা, চোখের জলে বিদায় প্রাঞ্জলকে

- আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, শনিবার
- / 20
পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরে সেনা ও জঙ্গির গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ভারতীয় সেনা জওয়ানের। নিহত সেনা জওয়ান ক্যাপ্টেন এম ভি প্রাঞ্জল বেঙ্গালুরুর বাসিন্দা। শুক্রবার রাতে তাঁর মৃতদেহ বেঙ্গালুরুতে পৌঁছায়। তাঁর মৃত্যুতে পরিবারসহ স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েন। ক্যাপ্টেন প্রাঞ্জলের শেষকৃত্যে শেষশ্রদ্ধা জানিয়েছেন স্থানীয়রা।
পুষ্পস্তবক অর্পণের পরে প্রাঞ্জলকে সেনাবাহিনী এবং রাজ্য সরকার গার্ড অফ অনার প্রদান করে। তাঁর মৃতদেহ শেষকৃত্যের জন্য কুদলু গেটের একটি শ্মশানে নিয়ে যাওয়া হয়। বেঙ্গালুরুর বিরোধী দলের নেতা আর অশোক ও সাংসদ ডি কে সুরেশ নিহতের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত, ২৯ বছর বয়সী প্রাঞ্জল গত বুধবার রাজৌরি সেক্টরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারান। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শোক প্রকাশ করেন। শহীদের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।