পুবের কলম, ওয়েবডেস্কঃ ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে ৫২টি দেশ সহ দুটি সংস্থা। সম্প্রতি জাতিসংঘে চিঠিটি জমা দিয়েছে তুরস্ক। জিবুতিতে তুরস্ক-আফ্রিকা পার্টনারশিপ শীর্ষ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ঘটনাপ্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে হাকান ফিদান বলেন, ‘আমরা ইসরাইলের কাছে অস্ত্র ও গোলাবারুদ বিক্রি বন্ধ করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়ে একটি যৌথ চিঠি লিখেছি। ৫৪ জন স্বাক্ষরিত ওই চিঠিটি ১ নভেম্বর জাতিসংঘে পৌঁছে দিয়েছি।’
Read More: অস্তিত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্রের দিকেও ঝুঁকতে পারে ইরান