পুবের কলম প্রতিবেদক: ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হচ্ছে নারী দিবস। সেই উপলক্ষ্যে কলকাতাতেও একটি আলোচনাসভা ও সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান করল পার্পেল ফাউন্ডেশন। মঙ্গলবার বিকালে পার্ক সার্কাসের কাছে একটি হোটেলে সেই অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুবের কলম-এর সম্পাদক তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান। অন্যান্যদের মধ্যে ছিলেন যেবা নিমাত নাহার, নুসরত হাসান প্রমুখ।
এ দিন আহমদ হাসান ইমরান বলেন, রাজনীতি বা চাকরি-চাকরির ক্ষেত্রে মেয়েদের প্রতিনিধিত্ব কম আছে ঠিকই, তবে আজকাল অনেক হাইমাদ্রাসা ও স্কুল ছেলেদের থেকে মেয়ে পড়ুয়ার সংখ্যা অনেক বেশি। মেয়েরা এগিয়ে আসছে, এটা ভালো দিক। তিনি আরও বলেন, একটি নির্দিষ্ট দিনকে কেবল নারী দিবস বলে পালন করলে হবে না। এভাবে কোনও একটি দিন হতে পারে না। সব সময় মহিলাদের সম্মান করতে হবে। সমাজে নারী ও পুরুষের সমান গুরুত্ব আছে। তাই আলাদা করে দেখার কিছুই নেই। তিনি উল্লেখ করেন, ইসলামে নারী বা পুরুষকে আলাদা করে দেখা হয় না। কোনও একটি অংশকে বাদ দিয়ে নয়, নারী ও পুরুষের মিলিত প্রয়াসে একটি আর্দশ সমাজ গড়ে উঠতে পারে বলেও উল্লেখ করেন আহমদ হাসান ইমরান।
ইমরান আরও বলেন, পশ্চিমাবিশ্বে মহিলাদের ভোগ্যপণ্যের চোখে দেখা হয়। হিজাব নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। হিজাব পরার যেমন অধিকার আছে, তেমনি না পরারও অধিকার রয়েছে। তিনি আরও বলেন, সমাজে নারীর বড় ভূমিকা আছে। ফ্লোরেন্স নাইটিঙ্গল যেমন যুদ্ধবিধ্বস্ত মানুষের সেবার মাধ্যমে দুনিয়ার কাছে বড় সেবিকা হিসাবে পরিচিত তেমনি, আল্লাহ্র নবীর মহিলা সাহাবি রুফাইদা (রা.)-ও মানুষের সেবা করছেন। ইসলাম ধর্মে নারী-পুরুষের ভেদাভেদ নেই।
অন্যদিকে পার্পেল পাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উজমা আলম বলেন, আমরা দিনটিকে বিশেষভাবে পালন করছি যাতে মহিলাদের মধ্যে সচেতনা তৈরি হয়। আমরাও নারী ও পুরুষকে সমান ও ইসলামের দৃষ্টিভঙ্গিতে দেখতে চাই। তাই আজকে হিজাব-এর উপর আলোচনা হচ্ছে। আমরা ক্যুইজ প্রতিযোগিতার পাশাপাশি সমাজে যেসব মহিলা স্বনির্ভর হয়েছেন এবং হালাল পথে রোজগার করে পরিবারের পাশে থাকছেন তাঁদের সম্মান জানাচ্ছি। তিনি আরও জানান, পার্পেল ফাউন্ডেশন বিগত ৬ বছর ধরে সমাজসেবা ও মহিলাদের ক্ষমতায়নের কাজ করছে। সেই কাজের সঙ্গে এ দিন থেকে যুক্ত হল ‘লিগ্যাল সেল’। মহিলাদের পাশে দাঁড়াতে এবং আইনী সহায়তা দিতেই এটা করা হয়েছে বলে জানান উজমা আলম।